নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাইকে ঈদ মুবারাক (It is better late than never)
১) " ভোগে কোন সুখ নাইরে মনা, ত্যাগেই প্রকৃত সুখ" -কথাটা শুনার সাথে সাথে সেই ব্যক্তির প্রতি ভক্তিতে চোখ পানি আইনা ফেইলেন না, আগে কনফার্ম হন কথাটা তিনি ওয়াশ রুমে বইসা, না কোন দান বাক্সের সামনে দাঁড়ায়া বলছেন।
২) " ভালাবাসা মোরে ভিখারী করেছে, তোমারে করেছে রাণী" সাবধান ইয়াং ব্লগারস গানটাকে কলা মনে কইরা বেশি খুশি হইয়েন না, এইটা কিন্তু পুরাই ফাইন্যান্স।
৩) "অপ" উপসর্গটা যে শব্দের আগে বসে সে শব্দের সর্বনাশ করে ছাড়ে। যেমন- অপরাজনীতি, অপসংস্কৃতি, অপঘাত, অপরাধ, অপবাদ........ কিন্তু এই শব্দটা একটা শব্দের সর্বনাশ না করে স্বর্গবাস করায়। সে শব্দটা কি?
শব্দটি হলো "অপরূপা" । এটা শুনে খুশি হওয়ার কিছু নাই, এই শব্দ আপনার জীবনে ঢুকলো কি সর্বনাশের ষোলকলা পূর্ণ হলো।
৪) রাত্রে বেলায় এক ব্যক্তির প্রচণ্ড পেট ব্যাথা উঠেছে। এটা করে, ওটা করে। কোন ভাবে পেট ব্যথা আর কমেনা। কোন উপর না পেয়ে শেষে। প্রার্থনা করলো হে মা.... আমার পেট ব্যথা যদি ভাল করে দাও তবে কাল সকালে তোমার নামে পাঁঠা বলি দেব।
কিছুক্ষণ পর পেট ব্যথা ভাল হয়ে গেল।
সকাল বেলায় ফুরফুরে মেজাজে ঘুম থেকে উঠে ভাবল পেটে ব্যথা এমনিতেই ভাল হয়েছে এতে কারও কোন বুজরুকি নাই। সারাদিন ঘুরা ফিরা শেষে রাত্রে আবার প্রচণ্ড পেট ব্যথা এবার ব্যথা আরও বেশি। কোন উপয়ন্তর না পেয়ে আবার সেই একই রাস্তায় - মা... আমার পেট ব্যথা যদি ভাল করে দাও তবে কাল সকালে তোমার নামে জোড়া পাঁঠা বলি দিব।
কিছুক্ষণ পর আবার পেট ব্যথা ভাল হয়ে গেল।
সকালে উঠে ভাবলো কাল রাত্রে কি বলেছি না বলেছি তার জন্য এতগুলো টাকা গচ্চা দিব নাকি!! সারাদিন আবার ফুরফুরে আনন্দে ঘুরে ফিরে রাত্রে বাসায় এসে ঘুমালো। স্বপ্নে এবার মা... দেখা দিলেন। প্রচণ্ড রেগে শাসালেন তুই প্রতিজ্ঞা করে তা পালন করিসনি তোর ঘোর অমঙ্গল হবে।
এবার আর কোন উপায় না পেয়ে বলল-কত পাঠাই তো এদিক সেদিক ঘুরে বেড়ায় মা ...তা থেকে দুটো ধরে নিলেই তো পারো। এই গরীব সন্তানকে বেকায়দায় ফেলছো কেন!!! (সংগৃহিত)
ছবিঃ ইন্টারনেট থেকে।
১৮ ই জুন, ২০২৪ রাত ৯:২৫
বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ এবং ঈদ মুবারাক।
২| ১৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৬:২৯
কামাল১৮ বলেছেন: কোরবানীর এই দুঃখের দিনেও একটু হাসতে পারলাম।
১৮ ই জুন, ২০২৪ রাত ৯:২৭
বিষাদ সময় বলেছেন: প্রাণ খুলে হাসুন। হাসি স্বাস্থের জন্য উপকারী।
অনেক অনেক ভাল থাকুন।
৩| ১৮ ই জুন, ২০২৪ রাত ৮:১৫
শেরজা তপন বলেছেন: তিন নম্বরটা চমৎকার। সবগুলোই অবশ্য ভালো লেগেছে...
১৮ ই জুন, ২০২৪ রাত ৯:৩৪
বিষাদ সময় বলেছেন: ১ থেকে ৩ স্বরচিত, আর ৪ সংগৃহিত। সাথে থাকায় খুশি হলাম।
ঈদ মুবারাক এবং নিরন্তর শুভ কামনা।
৪| ১৮ ই জুন, ২০২৪ রাত ৯:০০
মরুভূমির জলদস্যু বলেছেন:
- মজাক হইছে।
১৮ ই জুন, ২০২৪ রাত ৯:৩৫
বিষাদ সময় বলেছেন: আমার ব্লগ বাড়িতে আসায় খুশি হলাম।
ধন্যবাদ এবং ঈদ মুবারাক।
৫| ১৯ শে জুন, ২০২৪ সকাল ৯:০৯
শ্রাবণধারা বলেছেন: ২, ৩ এবং ৪ বেশি ভালো লাগলো।
১৯ শে জুন, ২০২৪ রাত ১০:১৮
বিষাদ সময় বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। ২,৩ স্বরচিত এবং ৪ সংগৃহিত।
অনেক অনেক শুভেচ্ছা।
৬| ১৯ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহা দারুন হইছে
১৯ শে জুন, ২০২৪ রাত ১০:২১
বিষাদ সময় বলেছেন: মন্তব্য পড়ে অনুপ্রানিত হলাম।
ধন্যবাদ। ভাল থাকবেন।
৭| ২২ শে জুন, ২০২৪ রাত ৮:৪৯
মিরোরডডল বলেছেন:
জোকস পড়লে আবার জোকস দিয়ে যেতে হয়, তাই আমি একটা দিয়ে গেলাম
হাসপাতালে অপারেশন থিয়েটার প্রস্তুত। যার অপারেশন হবে সেই নারীকে চিকিৎসক জিজ্ঞেস করলেন : আপনার বয়স কত?
২৮ বছর
ডাক্তারের কাছে বয়স লুকোতে নেই-
৩২ বছর
অ্যানেসথেসিয়ার জন্যে প্রকৃত বয়স জানা খুবই জরুরি! না হলে পরে সমস্যা হবে আপনার।
৩৭ বছর সর্বোচ্চ।
বয়সের তুলনায় ওষুধের মাত্রা কম হলে আপনি ব্যথা পাবেন; বেশি হলে কিডনি অ্যাফেক্ট হতে পারে।
৪২ বছরের একটুও বেশি না ডাক্তার।
আমার সন্দেহ হচ্ছে, আকেবার ভেবে বলুন, প্লিজ!
রোগী এবার হাসপাতাল ফাটানো চিৎকার দিয়ে বললেন : কসম খোদার! ৪৮ বছর! এইবার মইরা গেলে যামু, কিন্তু আর একদিনও বাড়াইতে পারুম না...
২৩ শে জুন, ২০২৪ সকাল ১১:৩২
বিষাদ সময় বলেছেন: হাঃ হাঃ চমৎকার জোকস।
ডাক্তারদের মনে হয় আরো ১০-১২ বৎসর হাতে রেখে এ রুগীর চিকিৎসা করতে হবে।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুন, ২০২৪ বিকাল ৪:১৮
নজসু বলেছেন:
জটিল।