নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

ঘটে যা’ তা’ সব সত্য নহে

১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৫

সত্য কী?
যাহা আমি বিশ্বাস করি তাহাই সত্য।
সত্য অন্মেষণ কী?
আমি যাহা বিশ্বাস করি তাহার পক্ষে যুক্তি খুঁজিয়া বেড়ানো।
ভাল কে?
যে আমার পক্ষে কাজ করে সে।
মন্দ কে?
যে আমার সমালোচনা করে সে।

গড় পড়তা বাঙালীর ইহাই মনোজগৎ। যাহাদের মনোজগৎ এইরূপ তাহাদের বাস্তব জগৎ আর কতটা ভাল হইতে পারে। বিরাট এক আন্দোলন হইল, বিস্ময়কর সফলতা অর্জিত হইল। চারিদিকে শুধু রব উঠিল- চাই, চাই, চাই। ফাঁসি চাই, বিচার চাই, নিষিদ্ধ চাই। কিন্তু কাহাকেউ বলিতে শুনিলাম না সত্য জানিতে চাই।

কারণ ঘটনা যাহাই হোক না কেন, যাহা পাবলিক পারসেপশন তাহাই সত্য।

বহু কাল পূর্বেই কবি গুরু বলিয়া গিয়াছেন -
সেই সত্য, যা’ রচিবে তুমি,
ঘটে যা’ তা’ সব সত্য নহে। কবি, তব মনােভূমি
রামের জনমস্থান, অযােধ্যার চেয়ে সত্য জেনাে।”

তাই আমরা মনোজাগতিক সত্য লইয়াই চলি ব্স্তু জাগতিক চিন্তা আমাদিগকে খুব একটা স্পর্শ করেনা।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: বড়দের কথা বাদ, ছোটরাও এত আত্মবিশ্বাসের সাথে ভুলকে বিশ্বাস করে আমি অবাক হয়ে যাই। সত্য-মিথ্যা যাচাইয়ের বালাই নেই।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:২৫

বিষাদ সময় বলেছেন: সেটাই, আসলে যাঁচাই, বাছাইয়ের শিক্ষা না দিয়ে আমাদেরকে ছোট বেলা থেকে শুধু সত্য, মিথ্যা মুখস্ত করানো হয়।

২| ১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৮

আমি সাজিদ বলেছেন: বাংলাদেশের মিডিয়াগুলো আওয়ামী সময় থেকেই নোংরামি শুরু করেছে, এখনও করে যাচ্ছে। ফেসবুক ইউটিউবে দেখেন পুরোটাই ক্লিকবেটের খেলা! প্রিন্ট মিডিয়াগুলো যা একটু কিছু করে কিন্তু ওদের প্রতিটা পদক্ষেপও এজেন্ডা বেইজড।

১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪২

বিষাদ সময় বলেছেন: বাক স্বাধীনতা এবং সংবাদ পত্রের স্বাধীনতার স্বর্নযুগ বলা যায় ১৯৯১-২০০০ পর্যন্ত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই সময়ের আগে পরের সময়টা এ ব্যাপারে বেশ খারাপ ছিল।
বাংলাদেশের মিডিয়াগুলো আওয়ামী সময় থেকেই নোংরামি শুরু করেছে, এখনও করে যাচ্ছে। !
বিষয়টি মনে হয় ঠিক এ রকম না। শাপলা চত্বরের ঘটনার পর থেকেই সংবাদ পত্র নিয়ন্ত্রনের জন্য ক্ষমতাসিন দল বেপরোয়া হয়ে ওঠে। তার আগের সময়টা অতটা খারাপ ছিল না। ধন্যবাদ।

৩| ১২ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:১৮

কামাল১৮ বলেছেন: আপনি যাহা বিশ্বাস করেন সেটা সত্য হতে পারে আবার নাও হতে পারে ।সত্য হলো বাস্তব।বাস্তবে যা আছে তাই সত্য।

১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৪৭

বিষাদ সময় বলেছেন: আমার লেখাটা আসলে একটা স্যাটায়ার। সেই বিবেচনায় নিলে আমার লেখার মূল ভাব আপনার বক্তব্যকেই সমর্থন করে।

৪| ১২ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:২৫

কামাল১৮ বলেছেন: কবি একটা ভিন্ন প্রেক্ষাপটে এই কথা বলেছেন।সত্য মিথ্যা বুঝার জন্য এই কথা বলেন নাই।প্রেক্ষাপট অনুযায়ী বাক্যের ব্যাখ্যা ভিন্ন হয়।

১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৩

বিষাদ সময় বলেছেন: ভাষা ও ছন্দ কবিতাটি আমাদের উচ্চ মাধ্যমিক লেভেলের পাঠ্য সূচিতে ছিল এবং যথেেষট মনযোগ দিয়ে কবিতাটির উপর লেকচার শুনেছি এবং অধ্যয়ন করেছি । পুরো কবিতাটির প্রেক্ষাপট বিবচনা করলে এর অর্থ এখানে প্রকাশ করা অর্থের চেয়ে একবারে ভিন্ন। কিন্তু স্যাটায়ার এর জন্যই আমি এর আংশিক বক্তব্যটুকু গ্রহন করেছি। ধন্যবাদ।

৫| ১২ ই অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৫

সোনাগাজী বলেছেন:



বাইবেলকেও সত্য হিসেবে নেয়া হয়েছে।

১২ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:৫৫

বিষাদ সময় বলেছেন: এখানে নো কমেন্ট বলাই সবচেয়ে নিরাপদ। আশা করি ভাল আছেন। হ্যাপি ব্লগিং।

৬| ১২ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:১১

ক্লোন রাফা বলেছেন: আমি প্রকৃতপক্ষেই আন্দোলনের আগে পরে এবং পুরো আন্দোলনের আদ্যপান্ত সত্যের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের পক্ষপাতি ছিলাম। কিন্তু ঐ যে প্রকৃত সত্যের সংজ্ঞাটাই পাল্টে গেছে আমাদের মগজে ও মননে!

আমার কাছে সত্য হলো । সত্যের আগমনে মিথ্যার বিলোপ। সত্য সকলের কাছে প্রতিয়মান হবে , হ্যা এটাই সত্য।
ভালো লিখেছেন, গুড ফর নাথিং । ধন্যবাদ।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:২২

বিষাদ সময় বলেছেন: মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে।

ব্লগ বাড়িতে স্বাগত।
আসলে সত্যকে সহজ ভাবে গ্রহন করাটা মনে হয় বেশ কঠিন। বেশিরভাগ ক্ষেত্রে সত্যটা আমাদের আশা আকাঙ্খার সাথে মিলে না। তাই আমরা প্রায় সবাই খণ্ডিত সত্যকে গ্রহণ করি। ধন্যবাদ।

৭| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৭:২০

মিরোরডডল বলেছেন:





এক শ্রেণীর মানুষ মিথ্যাকে খুব সুন্দর করে সত্যের মতো উপস্থাপন করে।
I wouldn't say they are intelligent, but they are clever.
মানুষকে কি করে মিসলিড করতে হয়, এই স্কিলটা তারা ভালো জানে।

আরেকপক্ষ হচ্ছে মাথামোটা, নির্বোধ, সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে না।
একটা কিছু দেখলে, শুনলে বা জানলেই হলো, সেটা নিয়ে লাফাতে থাকে।

ফ্যাক্ট হচ্ছে, none of us are perfect.
Self-criticism and self-development are must for us.



১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩২

বিষাদ সময় বলেছেন: আপনার বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করার কোন উপায় নাই।
Wise, Intelligent, Clever এ গুলোর পার্থক্য বুঝতেই আমরা শিখিনি। একটার সাথে আরেকটাকে প্রায় সময় গুলিয়ে ফেলি।

ফ্যাক্ট হচ্ছে, none of us are perfect.
Self-criticism and self-development are must for us.


এটাই মূল কথা। ধন্যবাদ।

৮| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৩০

গেঁয়ো ভূত বলেছেন: এখন "মবের যুগ" মব যাহা বলে তাহাই সত্য।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৪

বিষাদ সময় বলেছেন: আগে শুনেছিলাম মগের মুল্লুক এখন শুনছি মবের যুগ, কালে কালে যে আরও কত কি শুনতে হবে.......

৯| ১২ ই অক্টোবর, ২০২৪ সকাল ৮:৫৯

রাসেল পাটোয়ারী বলেছেন: সত্য মিথ্যা সব একদিন পরিষ্কার হয়ে যাবে তখন আর হয়তো পূর্ব জীবনে ফিরে আসা সম্ভব হবে না।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৮

বিষাদ সময় বলেছেন: ভুল হয়েছে মনে করলেই রিসেট! বাটন পুশ করবেন....একেবারে সত্য যুগে ফিরে যাবেন....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.