নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

গুজব

১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৮

এই মাস দুয়েক আগে যখন সোসাল মিডিয়ায় গুজবের ছড়াছড়ি ছিল। তখন বেশীর ভাগ ব্যাক্তি সেগুলোকে সত্য বলে বিশ্বাস করেছেন। যদি একেবারে অকাট্যভাবে তাদেরকে প্রমান দেয়া হয়েছে যে বিষয়টি গুজব, তখনও মুখের উপর তারা বলে দিয়েছেন " অবাধ তথ্য প্রবাহ না থাকলে গুজব রটবেই" অর্থাৎ তথ্য প্রবাহ অবাধ হলে গুজব রটবে না।

এখন তো এ দেশে বাকস্বাধীনতা, অবাধ তথ্য প্রবাহ রয়েছে , তাহলে এখন আওয়ামী ফ্যাসিস্টরা গুজব রটাচ্ছে বলে এতো হৈচৈ কেন। এ রকম অবাধ তথ্য প্রবাহের যুগে গুজব রটছে কি করে! নাকি তথ্য প্রবাহ এখনও অবাধ না?

আসল কথাটা বলতে কেন জানি আমাদের খুব লজ্জা হয়। আমরা বাঙালী জাতি আমাদের সত্যের চেয়ে গুজবের প্রতি আকর্ষণ অনেক বেশ, তাই গুজব রটে। যতদিন আমরা এমন থাকবো ততদিন আমাদের প্রাণ প্রিয় গুজবের সরবরাহ আমাদের জন্য থাকবেই, সে তথ্য প্রবাহ অবাধ হোক বা স্ববাধ হোক, আর জবে মনযোগী না হলে আমাদের গু'জব নিয়েই ব্যস্ত থাকতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:১৮

সোনাগাজী বলেছেন:



বেশীরভাগ বাংগালী কোন চলমান ঘটনাকে সঠিকভাবে বুঝে না, এনালাইসিস করতে সক্ষম হয় না; ফলে, ভুল ধারণা নিয়ে বসে থাকে।

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১

বিষাদ সময় বলেছেন: বেশীরভাগ বাংগালী কোন চলমান ঘটনাকে সঠিকভাবে বুঝে না, এনালাইসিস করতে সক্ষম হয় না; ফলে, ভুল ধারণা নিয়ে বসে থাকে।

শুধু তাই না অনেক বিদ্যান ব্যাক্তিরও লজিক শুনলে মনে হয় প্রতিবন্ধি......

২| ২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

এসো চিন্তা করি বলেছেন: আমি নতুন সাপোর্ট করবেন ভাই

২৩ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

বিষাদ সময় বলেছেন: লিখতে থাকুন সঙ্গে রয়েছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.