নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুব সাধারণ একজন মানুষ। বিনয়ে বলা সাধারণ নয়, সত্যিকারের সাধারণ। রূঢ় ভাষায় বললে \"গুড ফর নাথিং\"।

বিষাদ সময়

বিষাদ সময় › বিস্তারিত পোস্টঃ

কাঁঠালের আমসত্ত্ব

০১ লা নভেম্বর, ২০২৪ বিকাল ৫:৩৭

কাঁঠালের কি আমসত্ত্ব হয় ? হয় ভাই এ দেশে সবই হয়। কুটিল বুদ্ধি , বাগ্মিতা আর কিছু জারি জুরি জানলে আপনি সহজেই কাঁঠালের আমসত্ত্ব বানাতে পারবেন।
কাঁঠালের আমসত্ত্ব বানানের জন্য প্রথমেই আপনাকে কিছু কানা এবং বুদ্ধি প্রতিবন্ধী ভক্ত জোগাড় করতে হবে। এরপর জোগাড় করতে হবে একটা কাঁঠাল আর সাথে রাখুন ধর্ম এবং বিদ্বেষ এর পাঁচফোড়ন আর আমসত্ত্ব। ভক্তদের সামনে কাঠাল ভাঙ্গবেন তারপর একটা গামলায় পূর্বোক্ত পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ চটকাবেন , এর পর গামলাটা নিয়ে ঘরের ভিতর ঢুঁকে আগে থেকে রাখা আ্মসত্ত্ব সেই গামলায় করে নিয়ে এসে ভক্তদের মাঝে বিলিয়ে দিবেন। দেখবেন ভক্তরা মারহাবা, মারহাবা রব তুলে আমসত্ত্বকে কাঁঠালের আমত্ত্ব মনে করে খেয়ে নিবে, একবারও প্রশ্ন করবে না এটা কিভাবে সম্ভব!

নিত্য দিনের ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে প্রতিদিন আমরা এরকম কাঁঠালের আমসত্ত্ব বানিয়ে যাচ্ছি।

নিজে সৎ না হয়ে দূর্নীতিমুক্ত দেশ চাচ্ছি, পরিশ্রম না করে উন্নত জাতি হওয়ার স্বপ্ন দেখছি, পরমতের প্রতি সহনশীল না হয়ে গনতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখছি।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

শায়মা বলেছেন: কাঁঠাল দিয়ে আমসত্ত্ব বানাবার কি দরকার?

কাঁঠালসত্ত্ব বানালেই তো হয়....... :)

০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৭

বিষাদ সময় বলেছেন: কাঁঠালসত্ত্ব বানালেই তো হয়.

বুদ্ধি মন্দ নহে। তবে ইহার রেসিপি দেয়ার রিস্ক কিন্তু আপনাকেই নিতে হইবেক। :)

২| ০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

জ্যাক স্মিথ বলেছেন: তবে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়।

০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

বিষাদ সময় বলেছেন: এই বার্গার কি আমেরিকায় এক্সপোর্ট করা যাবে?

৩| ০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

জুল ভার্ন বলেছেন: ডিমের দাম বেড়ে যাওয়ার পরেও ডিম সেদ্ধ করে রাখার নতুন কোনো রেসিপি পেলাম না!

০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৭

বিষাদ সময় বলেছেন: শীতকালের রেসিপি কি গরম কালে চাইলে হবে?

৪| ০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৬

মোনাপাজী বলেছেন: কত কিছু এখনো লেখার আছে । :)

০১ লা নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫

বিষাদ সময় বলেছেন: কত কিছু এখনো লেখার আছে ।

বাক্যটি পূর্ণতা পায়নি। বাক্যটির আগে "গার্বেজ" শব্দটি বসবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.