নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাষ্ট্র পরিচালনা করতে গেলে মনে হয় মিথ্যা বলা বাধ্যতামূলক। যে যত শৈল্পীক ভাবে মিথ্যা বলতে পারবে তার কদর তত বেশি, কিন্তু সুন্দর মোড়কে না মুড়িয়ে মিথ্যা বললেই সর্বনাশ।
বাংলাদেশে পাঁচটা অঘটন ঘটে ভারত ফুলিয়ে ফঁপিয়ে তাকে ৫০ টা বানিয়ে বলে আর বাংলদেশ সব ঘটনা যথারীতি আস্বীকার করে। এই তো সেদিন সুনামগঞ্জের এক গ্রামে সনাতনী কোন এক বালকের করা ধর্ম বিদ্বেষমূলক মন্তব্যের জেরে সনাতনিদের প্রায় ৩০/৪০ টি ঘর এবং ব্যাবসা প্রতিষ্ঠান ধারালো আস্ত্র দিয়ে কুপিয়ে ধ্বংস করা হয়েছে। সাংবিদকরা যখন সেখানকার ওসিকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলো তিনি উত্তর দিলেন- এখন পরিস্থিতি শান্ত। সনাতনী ঐ বালককে গ্রেফতার করা হয়েছে আর যারা এ এখানে এসেছিলেন তাদে বুঝিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। চমৎকার ফয়সালা!!
সেদিনই কোন এক জজবা গ্রস্থ ব্লগারের পোষ্টে সংখ্যালঘুদের বিষয়ে কিছু যৌক্তিক মন্তব্য করায় তিনি আমাকে সনাতনী ভেবে এমন ভাষা প্রয়োগ করলেন যে তার পোষ্টে দ্বিতীয়বার যাওয়ার রুচি হলোনা। একেই মনে হয় বলে সাম্প্রদায়ীক সম্প্রীতি।
১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:০৫
বিষাদ সময় বলেছেন: এমন ভয়ানক যে বেশির ভাগ সময় এদের যুক্তি, সত্য, মিথ্যা বা হিতাহিত জ্ঞান থাকেনা।
২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০
জেনারেশন৭১ বলেছেন:
ধর্মজ্ঞান আধুনিক ভাবনাকে ধ্বংস করে দেয়; মানুষ এই বিশ্ব থেকে এক রূপকথার জীবনে চলে যায়।
১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৫
বিষাদ সময় বলেছেন: বেশির ভাগ মানুষ দ্বৈত সত্ত্বা নিয়ে বসবাস করে। যখন সে জ্ঞান, বিজ্ঞান নিয়ে আলোচনা করে তখন এক ধরনের লজিক দেখায় আর ধর্মের ক্ষেত্র লজিকটা বিপরীত। এটাই মনে হয় হিউম্যান নেচার যা কোন নির্দিষ্ট ছকে ফেলা যায় না।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:০৬
নিমো বলেছেন: এই ব্লগ যতই নিজেকে কমুনিটি ব্লগ দাবি করুক না কেন, এর অতীত আর বর্তমান আচরন আদতে কর্পোরেট। আর মডু নামক ছাগল তার ব্যক্তিগত লাভের সম্পর্কের বাইরে গিয়ে কোন ভূমিকা রাখতে পারে না। নইলে চকোলেট চোরের গলাবাজি ব্লগে দেখতে হতো না।
১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:২৬
বিষাদ সময় বলেছেন: আমাদের কথায় এবং কাজে বেশির ভাগ সময়ই মিল থাকে না। রাষ্ট্র, সমাজ বা ব্লগ সব কিছূ পরিচালনার জন্যই মনে হয় এটার দরকার হয়। কিছু থাকে লিখিত আইন আর কিছু থাকে অলিখিত নিয়ম। ব্লগে কিছু ফালতু নিক আছে শুধু আক্রমণত্মক কমেন্টের জন্য, কিন্তু তাদের কমেন্টগুলো ওভার লুক করা হয়। কারণ হয়তো তারা কারও পাপেট হয়ে কাজ করে।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৬
রাজীব নুর বলেছেন: নিমো বলেছেন: এই ব্লগ যতই নিজেকে কমুনিটি ব্লগ দাবি করুক না কেন, এর অতীত আর বর্তমান আচরন আদতে কর্পোরেট। আর মডু নামক ছাগল তার ব্যক্তিগত লাভের সম্পর্কের বাইরে গিয়ে কোন ভূমিকা রাখতে পারে না। নইলে চকোলেট চোরের গলাবাজি ব্লগে দেখতে হতো না।
সহমত।
১৪ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৬
বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯
জেনারেশন৭১ বলেছেন:
পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে সনাতনীরা ভয়ে থাকে, ভারতে মুসলমানেরা ভয়ে থাকে; কারণ হচ্ছে, ধর্মীয়দের আচরণ স্বাভাবিক নয়, এরা আজকের বিশ্বের জন্য ভয়ানক লোকজন।