নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোট দাগে আমরা এটা মনে করে বশে থাকি যে আমি এই গুলো জানি আর ঐ গুলি জানিনা। কিন্তু বাস্তবাতা হচ্ছে খুব জ্ঞানী মানুষেরও ৯৯% অজ্ঞতা নাকি সে জানেইনা যে সে কি জানেনা। মাঝে মাঝে অনেক সাধারণ বিষয় জেনে চমকে উঠি যে বয়স হাফ সেঞ্চুরী পার করেও এই সামান্য বিষয়টা জানতাম না!!! তেমনই সেদিন ইউটিউবের একটা রিল দেখে চমকে উঠলাম।
একটা পশু কতভাবে মারা পড়তে পারে তার অনেকটাই জানি, আবার অনেকটা অনুমান করে নিতে পারি। কিন্তু কখনাই ভাবিনি যে একটা পশুর মৃত্যু তার শিং এর কারণে হতে পারে। এটুকু পড়ে সবাই হয়তো মনে করবেন এ আর নতুন কি। গণ্ডার তার শিং এর কারণে মারা পড়ছে, কত প্রাণী শিং এর গুঁতো খেয়ে মরে, আবার কত প্রাণী শিং ভেঙ্গে মারা পড়ে । কিন্তু এ মৃত্যে মোটেও সে রকম না। কোন কোন পশুর শিং অস্বাভাবিক ভাবে বেঁকে নিজের মাথার দিকে বড় হতে থাকে এবং এক সময় এই শিং তার মাথার খুলি ভেদ করে ঢুকে পড়ে যার ফলে পশুটির মৃত্যু হয়। আমার কাছে বিষয় টি একেবারেই অজানা ছিল হয়তো আপনাদের কারও কারও কাছেও এ বিষয়টি অজানা, তাদের জন্য নিচে রিলটির লিন্কটি দিলাম-
আপন শিং' ই যখন নিজের মৃত্যুর কারণ
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১০
বিষাদ সময় বলেছেন: শিং না গজালেও লেজ কিন্তু থাকে আর সে কারনে যেখানে সেখানে বাঁদারামী'ও করে।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: মানুষের মধ্যেও অনেকের অদৃশ্য অনেকের এই রকম শিং আছে। যেমন শেখ হাসিনা ! শেখ হাসিনার খুব গুতোতে মন চাচ্ছিল ছাত্রদের তাই ৫৬% কোটা ব্যবস্থা ফিরিয়ে আনতে চেয়েছিল। নিজে আমি-ডামি নির্বাচন করে ক্ষমতায় গেছে ছয় মাস হয়েছে তার উপর মৌকেক গুতোগুতি করতে গেছে। একবারে কামড় খেয়ে এখন হাসপাতালে তিনি।
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৩৫
বিষাদ সময় বলেছেন: মৌচাকে না, একেবারে ভীমরুলের চাকে। তিনি হাসপতালে গিয়ে বেঁচেছেন, কিন্তু ভীমরুলগুলো এখন একে ওকে হূল ফুটিয়ে যে একেবারে মোরব্বা বানিয়ে ফেলছে।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৯
সৈয়দ কুতুব বলেছেন: মৌচাকে*
৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১০:২৯
কামাল১৮ বলেছেন: কোন কিছু জানা, জ্ঞান না।।বর্তামানে জ্ঞানের সংজ্ঞা অন্য কিছু।বর্তমানে গুগুলই সব জানে।তার পর চলে আসছে AI
২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ১১:০৮
বিষাদ সময় বলেছেন: ঠিকই বলেছেন। বিষয়টা অত গভীর ভাবে ভেবে লিখিনি। সহজ সরল ভাবে নতুন একটা তথ্য উপস্থাপনের চেষ্টা করেছি ।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২৪ রাত ৮:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
মানুষের মাথায় শিং গজালে অনেক অস্ত্র আবিষ্কার হতো না, সময় বিষাদ হয়ে যেতো মানুষের।