![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষকে বিষ্মিত করতে পারিনা, কারন এই কাজটা সবাই পারেনা। সৃষ্টিকর্তা সব মানুষকে এই গুনটা দেননা। কিছু কিছু লোককে দেন, আমি সেই কিছু কিছু লোকের মাঝে পড়িনা....
নিজের সাথে চলতে থাকা
ছায়াটা চলে যাওয়ার সময়
কখনও বলবে না, 'আমি চলে
যাচ্ছি' ! আবার আসার সময়ও
বলবে না, 'আমি আসছি'. . শুধু
ক্ষণিকের অনুভূতি টাকে একটু
নাড়া দিয়ে যাবে!হঠাত্ করেই
'মা, বাবার' শাসন টা বন্ধ
হয়ে গেলে বোঝা যায়, এই
শাসন টার কত দরকার ছিল! কত
দরকার আছে!
হঠাত্ করেই ভাই- বোনের
খুনসুটি বন্ধ হয়ে গেলে, বোন
ভাইটার থেকে দূরে সরে গেলে,
হয়ত তখনই সম্পর্কটার মূল্য
বোঝা যায়!!
অতীতের ভুলগুলোকে পিছনে
ফেলে সঠিক রাস্তায় চলার
আনন্দই হয়ত বুঝিয়ে দেয় ভুলটা
কতটা গভীর ছিল!!
কাছের মানুষের একটু বকুনিই
হয়ত বুঝিয়ে দেয় তার কাছে
তোমার মূল্য কতটুকু!!
সব প্রয়োজনই একদিন হঠাত্
করেই বুঝিয়ে দেয়, প্রয়োজন
আছে! থাকবে!
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।
+++