নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দকবিতা : শব্দেই দৃশ্য, শব্দেই অনুভূতি [email protected]

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই

দুঃখের কবিতাই শ্রেষ্ঠ কবিতা। ভালোবাসা হলো দুঃখ, এক ঘরে কবিতা ও নারী।

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই › বিস্তারিত পোস্টঃ

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা তাকে

ছেলেটাকে ভালোবাসা সাধতো যখন
কড়া চোখে তার দিকে তাকিয়ে তখন
কঠিন বকুনি দিতো ছেলেটা তাকে
ভালোবাসে নি
ছেলেটা তাকে

এত অবহেলা আর অপমানে
কখনো সে একটুও যায় নি দমে
মেয়েটার আরাধনা ছিল ছেলেটা
ভালোবাসে নি
ছেলেটা তাকে

একদিন চারদিকে খবর হলো
কোথায় মেয়েটা আছে কেউ জানে না
কেউ বলে পাখি হয়ে উড়ে গেছে সে
উড়ে গেছে সে
পাখি হয়ে

এ কাহিনি আমাকে যে শুনিয়েছিল
আমিও যে তাকে আর পাই নি খুঁজে
পাখি হয়ে সেও গেছে আকাশে উড়ে
উড়ে গেছে সে
পাখি হয়ে
উড়ে গেছে সে
ভালো বাসি নি
আমি তাকে

থাকতো ছায়ার মতো পাশে পাশে
বলতো সে ভালোবাসে জীবন দিয়ে
কিন্তু আমি যে তাকে ভালোবাসি নি
ভালোবাসিনি
আমি তাকে
উড়ে গেছে সে
পাখি হয়ে

৩০ জানুয়ারি ২০২৬

কথা, সুর ও কণ্ঠ : খলিল মাহ্‌মুদ

গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - ভালোবাসেনি - খলিল মাহ্‌মুদ

অথবা নীচের লিংকে ক্লিক করুন।




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৪

সূচরিতা সেন বলেছেন: খুব সুন্দর হয়েছে।

৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৪৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গানটা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রশংসায় অনেক অনুপ্রাণিত।

অফ টপিক : আপনি কি জানেন আপনার প্রো-পিকের ছবিটা কোন ছবির স্ন্যাপশট?

২| ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



এই কাহিনী আপনাকে যে শুনিয়েছিল, সেও আকাশে উড়ে গিয়েছে।
খুব সুন্দর গানের কথা।

৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক ধহন্যবাদ শাইয়্যান ভাই। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.