| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে দেখতে পাই, আমার বই 'বাংলা' ভাষা ক্যাটাগরীতে অ্যামাজন ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। বইটি এখন ১৫.৯০ ডলারে বিক্রি হচ্ছে।
আমার দুটি বই - 'ম্যাজিক ইন জব হান্টিং' এবং 'স্বাধীন চিন্তা' কয়েক বছর আগে মাওলা ব্রাদার্সের উত্তরণ প্রকাশনী থেকে বের হয়। এখন রকমারীতে বই দুইতই পাওয়া যায়। যদিও বই দুটি কতটুকু বিক্রি হচ্ছে কিংবা আদৌ বিক্রি হচ্ছে কি না সেই সম্পর্কে কোন রিপোর্ট পাবলিশার কখনো আমাকে জানান নাই। অবশ্য, দোষটা আমারও। বই দুটির পাণ্ডুলিপি প্রকাশককে দেওয়ার সময়ে কোন এগ্রিমেন্ট আমি করি নাই।
তাই, গত বছর ঠিক করি, এখন থেকে অনলাইনে বই দিবো। কিছু দিন খোজার পরে একটি ইন্টারন্যশনাল বই সেলফ পাবলিশিং কোম্পানী আমাকে জানায় যে, তাঁরা আমার বই প্রকাশ করবে। সেই মোতাবেক, আমি তাঁদের ওয়েবসাইটের মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাই। সেজন্যে, আমার টিন নাম্বার ও ব্যাংক একাউন্ট নাম্বার দিতে হয়েছিলো। এরপরে, নির্দিষ্ট ফর্ম পূরণ করে পাঠিয়ে দেওয়ার পরে, তাঁরা কয়েক দিন পড় জানায় যে, আমার বই সেলফ পাবলিশিং হিসেবে প্রকাশ পাবে। তাঁদের মাধ্যমেই আমার বই আলোর অনুসন্ধানে এখন অ্যামাজনে প্রকাশ পেয়েছে।
আমার এই বইগুলো 'এপল বুকস'-সহ বিভিন্ন অনালাইন বুকষ্টোরে পাবলিশ হয়েছে। বিক্রি যদিও কম। তবু, বিক্রির প্রক্রিয়াটা বেশ স্বচ্ছ। সেই থার্ড পার্টি বুক সেলার কোম্পানীটি নিয়মিত আমাকে বই বিক্রির রিপোর্ট পাঠায় ইমেইলের মাধ্যমে। এছাড়া তাঁদের ওয়েসবসাইটে গেলেই রিপোর্ট সেখানে বইয়ের রিপোর্ট পাওয়া যায় এভাবে -

আর, আমি নিজে আমার আইডিয়াগুলোর মাঝে ৪০টি নিয়ে একটি বই পাবলিশ করেছি একই প্ল্যাটফর্মে, অর্থাৎ, অ্যামাজনে। বইটির নাম 'ফোরটি আইডিয়াজ টু উইন'। বইটির কাভার করতে বেশ ঝামেলা হয়েছে। আমি নিজে পণ্ডিতি করতে যাওয়ায় প্রায় একদিন লেগেছে। শেষ পর্যন্ত অ্যামাজনের কেডিপি-এর বুক কাভার বানানোর টুলস ব্যবহার করে বানাতে পেরেছি। সে অন্য এক কাহিনী। কোন এক দিন কিভাবে বানাতে হয় তা জানাবো। আজ এই পর্যন্তই!
সবাই ভালো থাকুন নিরন্তর।
উৎসর্গঃ ব্লগার আলামিন১০৪
৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সফটওয়্যার ডেভেলপাররা ফকিরা হয়!!! হা, হা, হা!!!
উনারাই তো এখন সবচেয়ে এগিয়ে।
আমি নিজে পাবলিশ করি। পোস্টে লিখেছি 'সেলফ পাবলিশিং' কীভাবে করতে হয়।
বইটই-এ কিভাবে করতে হয় তা নিয়ে একটা পোস্ট দিন। আমাদের উপকার হবে।
ধন্যবাদ নিরন্তর।
২|
৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৮
সৈয়দ কুতুব বলেছেন: ঠিক আছে ।
৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:২৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওরা এতো স্বচ্ছ সব কিছুতে!
শুভেচ্ছা নিরন্তর।
৩|
৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮
কলিমুদ্দি দফাদার বলেছেন:
সায়েন্স ফিকশনের কি হলো?
বই মেলায় না প্রকাশ হওয়ার কথা?
৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমার দু'টি বই আসার কথা।
একটি সায়েন্স ফিকশন। আরেকটি আইডিয়া নিয়ে।
সায়েন্স ফিকশনটা ইতিমধ্যে অনলাইন বুকস্টোরে পাওয়া যাচ্ছে।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:০০
এ পথের পথিক বলেছেন: আমি একজন ফকিরা ডেভেলপার, অনেক দিন আগে আপনার সাথে কথা হয়েছিল ।
আপনি কি নিজে পাব করেন ? নাকি কাউকে দিয়ে করান ?
বইগুলা বইটই এও পাবলিশ করতে পারেন ।