![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষকে বিষ্মিত করতে পারিনা, কারন এই কাজটা সবাই পারেনা। সৃষ্টিকর্তা সব মানুষকে এই গুনটা দেননা। কিছু কিছু লোককে দেন, আমি সেই কিছু কিছু লোকের মাঝে পড়িনা....
স্থান: ধানমন্ডি পানসীর
পাশের চায়ের দোকান, সময়:
বিকাল ৫.১৫ টা
স্কুল ড্রেস পরিহিত দুটি মেয়ে
চায়ের দোকানে এসে ইতস্ততা
বোধ করছে এবং কিছু একটার
জন্য একজন আরেকজনকে ধাক্কা
দিচ্ছে। অত:পর একজন গিয়ে
দোকানদারের কাছে গিয়ে
৪টি পলমল সিগারেট চাইলো।
দোকানদার একটি প্যাকেটে
করে সিগারেট দিল এবং
মেয়েটি হাসতে হাসতে বের
হয়ে গেল। মনে হল, এভারেস্ট
পর্বতসম কিছু জয় করেছে।
মেয়েগুলোর বয়স সর্বোচ্চ ১৫/১৬
হবে, হয়তো ৯/১০ এ পড়ে। আমি
সাথে সাথে দোকানদার
মামাকে জিজ্ঞেস করলাম,
মামা এতো বাচ্চা দুটি মেয়ের
হাতে তুমি সিগারেট তুলে
দিলা না বিষ তুলে
দিলা????? মামা আমার
দিকে অবাক হয়ে কতক্ষণ
তাকিয়ে থাকে।
আজ আমাদের সাধারণ মূল্যবোধ
কোথায় গিয়ে ঠেকেছে??
পারিবারিক বা স্কুলের
শিক্ষার কি অর্থ থাকল??
আমরা কি শুধু বিয়ের জন্যই বয়স
নির্ধারণ করব, মরণকাঠি
সেবণের জন্য ও কি বয়স
নির্ধারণ করা উচিত না??
আর কত নতুন ঐশীর জন্য আমরা
অপেক্ষা করব??
এর জন্য কি অনেকাংশে দায়ী
আমরা নিজেরা না????
আমি হলফ করে বলতে পারি,
আজ যদি দোকানদার মামা
সিগারেটটি না দিয়ে মেয়ে
দুটিকে কিছু ভালো কথা হলেও
বলত, মেয়েগুলো পরবর্তীতে
সিগারেট কিনতে যাওয়ার
আগে অন্তত একটিবার হলেও
চিন্তা করত!!!
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩
আলো হীন চাঁদ বলেছেন: আসলে মেয়ে বলে কথা।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১২
মাহবুবুল আজাদ বলেছেন: পরিবার কেন্দ্রিক নৈতিকতা আর সুশিক্ষা না থাকলে যা হয়। তাছাড়া বাকী সমাজের দোষ দিয়ে লাভ নেই। যার যা খুশি করুক।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৬
আলো হীন চাঁদ বলেছেন: আপনার কথার সাথে আমি একমত হতে পারলাম না। যার যা খুসি সে যদি তাই করে তাহলে দেশের কি অবস্তা হবে একবার ভেবে দেকছেন।
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
শাহাদাত হোসেন বলেছেন: কিছু কইলেও দোষ আছে
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৮
মুদ্দাকির বলেছেন: এই খানে আলোচনার কিছু নাই ছেলেরা ক্লাস ফাইভ সিক্সে এই কাজ করে ওরা না হয় নাইনে করল