![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষকে বিষ্মিত করতে পারিনা, কারন এই কাজটা সবাই পারেনা। সৃষ্টিকর্তা সব মানুষকে এই গুনটা দেননা। কিছু কিছু লোককে দেন, আমি সেই কিছু কিছু লোকের মাঝে পড়িনা....
আকাশ ভরা মেঘ,কালো মেঘ।
তাই বলে কি মন খারাপ করা কথা ভাবতে হবে
কিংবা লিখতেই হবে বৃষ্টি কাব্য?
মেঘের ভেতর হারালেও তোহ হয় নয়তো উকি দিয়ে দেখা যেতে পারে মেঘের ওপরে।
আচ্ছা মেঘের ভেতর ডুব দিলে কি শরীর ভিজবে,জমে থাকা বৃষ্টির জলে?
আমি মেঘ-সায়রে ডুবিয়ে স্নান করতে চাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৭
অন্তহীন আকাশ বলেছেন: +++