![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষকে বিষ্মিত করতে পারিনা, কারন এই কাজটা সবাই পারেনা। সৃষ্টিকর্তা সব মানুষকে এই গুনটা দেননা। কিছু কিছু লোককে দেন, আমি সেই কিছু কিছু লোকের মাঝে পড়িনা....
মূল কথা - 'আম্মা, ভাত খাবো'
- সিরিয়াল ভার্সন -
ছেলে : মা... (প্রতিধ্বনী হবে। মা... আ আ
আ আ)
মা : কী হয়েছে? (চোখ বাঁকা করে)
ছেলে : ভাত খাবো (চার এঙ্গেল থেকে
ছেলের মুখ দেখা যাবে। সাথে শব্দ -
ড্রিম, ড্রাম, ডিশা, ডিশা)
মা : কী ঈ ... ঈ... ঈ... কী বললে তুমি? ভাত?
ভাআআআআত!!
ছেলে : হ্যাঁ... ভাআআআত। ঐ যে ধান
গাছে ধান ধরে, তারপর ওখান থেকে চাল...
ঐ চাল রান্না করলে যা হয়। সেটাই। কেন?
তুমি জানো না?
মা : (চিৎকার করে) বৌ মা...কোথায় তুমি?
কোথায়? (প্রতিধ্বনি হবে - কোথায়... আয়
... আয় ... আয়...)
* দৃশ্যে বৌমার আগমন *
বৌমা : মা... কী হয়েছে?
মা : শুনেছো? শুনেছো তুমি? তোমার
স্বামী আমার কাছে ভাত চায়।
বৌমা : নাআআআআআ। এ হতে পারেনা।
পারেনা না না না...
ছেলে : কেন? কী হয়েছে ভাতে? বলো
আমাকে বলো? আজ তোমাকে বলতেই হবে
মা।
মা : না খোকা না। আমাকে জিজ্ঞেস
করিস না। আমি এ কথা তোকে কিছুতেই
বলতে পারবোনা। বৌমা, আমি
পারবোনা। তুমি খোকাকে বুঝিয়ে বলো
(মুখে আঁচল গুজে কাঁদতে কাঁদতে চলে
যাবেন মা।)
বৌমা : ও গো... শান্ত হও। আমি বলি।
আআআআজ... আআআজ... আআআআআজ...
আমি ...
ছেলে : হ্যাঁ... চুপ করে থেকোনা। বলো।
তোমাকে বলতেই হবে। আমার অনাগত
সন্তানের কসম।
বৌমা : আআআজ বাইরে থেকে আমি
বার্গার নিয়ে এসেছি।
ছেলে : নাআআআআআআআআআআ...
০২ রা মে, ২০১৬ সকাল ৮:৪৫
আলো হীন চাঁদ বলেছেন: ধন্যবাদ দাদা
২| ০১ লা মে, ২০১৬ রাত ৮:৫৭
আমি ভাল মানুষ বলেছেন: ভাল লাগল
০২ রা মে, ২০১৬ সকাল ৮:৪৭
আলো হীন চাঁদ বলেছেন: অনেক অনেক ভাল লাগা রইল।
৩| ০২ রা মে, ২০১৬ রাত ১২:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: হা হা হা
০২ রা মে, ২০১৬ সকাল ৮:৫০
আলো হীন চাঁদ বলেছেন: পোস্ট পড়ে মন্তব্য লিখার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৬ রাত ৮:৫১
বিজন রয় বলেছেন: হা হা হা
++++