নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের,সুন্দরের।।ফেসবুকে আমি--m.facebook.com/akkas.hossain.14

আলো হীন চাঁদ

আমি মানুষকে বিষ্মিত করতে পারিনা, কারন এই কাজটা সবাই পারেনা। সৃষ্টিকর্তা সব মানুষকে এই গুনটা দেননা। কিছু কিছু লোককে দেন, আমি সেই কিছু কিছু লোকের মাঝে পড়িনা....

আলো হীন চাঁদ › বিস্তারিত পোস্টঃ

যে কারণে টক শোতে ডাক্তারদের ডাকা হয় না--

১৩ ই মে, ২০১৬ রাত ১০:২৩

উ পস্থাপক: ডাক্তার সাহেব, আপনাকে
আমাদের স্টুডিওতে স্বাগতম। প্রথমেই
আপনার কাছে জানতে চাইব দেশের
রাজনৈতিক সমস্যা নিয়ে আপনি কী
ভাবছেন?
ডাক্তার: ধন্যবাদ আমাকে ডাকার জন্য। এই
প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে
রাজনৈতিক সমস্যার কথা বললেন, এটা
দিনে হয় নাকি রাতে?
উপস্থাপক: ডাক্তার সাহেব, এটা তো সব
সময় হয়। দিনে, রাতে, বিকেলে, দুপুরে সব
সময়।
ডাক্তার: আই সি। সমস্যা তো বেশ গুরুতর
দেখছি।
উপস্থাপক: হ্যাঁ, অবশ্যই গুরুতর। চারদিকে
জ্বালাও-পোড়াও...
ডাক্তার: জ্বালা-পোড়া?
উপস্থাপক: হ্যাঁ। অনেক।
ডাক্তার: বলেন কী? আচ্ছা, আগে কি
কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়েছিল?
উপস্থাপক: হ্যাঁ, অনেকবার সংলাপের
চেষ্টা করা হয়েছে।
ডাক্তার: সংলাপ? আই মিন কাউন্সিলিং?
অহ নো... কাউন্সিলিং ইজ এ ভাইটাল পার্ট
আই নো। বাট সবকিছু কি কাউন্সিলিং
দিয়ে হয়? ইউ নিড স্পেসিফিক সলিউশন।
উপস্থাপক: হ্যাঁ ডক্টর, এটাই জানতে চাচ্ছি।
সলিউশনটা কী?
ডাক্তার: বলছি। প্রথমেই আমাদের জানতে
হবে এটা কতটা গুরুতর। এ জন্য দরকার কিছু
ইনভেস্টিগেশন। আচ্ছা, ইনভেস্টিগেশন কি
করা হয়েছে?
উপস্থাপক: হ্যাঁ। অনেক। গোয়েন্দা সংস্থার
সদস্যরা তো নিয়মিত ইনভেস্টিগেট করে
যাচ্ছেন।
ডাক্তার: ফাইন্ডিং কিছু পাওয়া গেছে?
উপস্থাপক: হ্যাঁ, অনেক ফাইন্ডিংস আছে।
সেগুলো হলো উত্তপ্ত পরিস্থিতি, ফরেন
কিছুর আনাগোনা আর অনেক জ্বালাও-
পোড়াও।
ডাক্তার: নাইস। ট্রিটমেন্ট সহজ। উত্তপ্ত
পরিস্থিতিকে ঠান্ডা করতে হলে লাগবে
অ্যান্টিপাইরেটিক। ফরেন আনাগোনা
বন্ধে অ্যান্টিবায়োটিক হলে চলবে। আর
জ্বালা-পোড়ার জন্য ভালো অ্যান্টাসিড
হলেই হবে। আপনাকে ধন্যবাদ আমাকে
ডাকার জন্য।
উপস্থাপক: :O :O :O

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ রাত ১০:৫৪

সোজোন বাদিয়া বলেছেন: বেশ মজা লাগল। ভাল থাকুন।

২| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:০৬

আয়রোন বাবা বলেছেন: Satarist

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.