![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইয়াবার মরণ ফাঁদে তরুণ সমাজ। পিছিয়ে নেই নিম্নবিত্তরাও। ইয়াবাসেবি..
ইয়াবার মরণ ফাঁদে তরুণ সমাজ। পিছিয়ে নেই নিম্নবিত্তরাও। ইয়াবাসেবিদের কাছে ইয়াবাই এখন সব। সেটাই তাদের কাছে পরিবার। ইয়াবার জন্য তারা এমন কোন অপকর্ম নাই যা তারা করতে পারে না। ইচ্ছা থাকলেও তারা আর ইয়াবা ছাড়তে পারে না। তরুণীরাও পিছিয়ে নেই ইয়াবা সেবনে। ইয়াবার কড়াল গ্রাসে তারা আজ দিশেহারা। কে তাদের এ পথ থেকে ফিরিয়ে আনবে? কে নিবে এ দায়িত্ব? ম্যানিলা আর পপিদের মত ইয়াবা সম্রাঙ্গীরা গ্রেফতার হলেও ২ দিন পরে তারা ছাড়া পেয়ে যায়। ইয়াবার সরবরাহ যদি বন্ধ না করা যায় তহলে কোনভাবেই এ ইয়াবার ভয়ংকর হাত থেকে তরুণ সমাজকে বাঁচানো যাবে না।
©somewhere in net ltd.