![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পহেলা অক্টোবর ২০১৫ইং বিশ্ব প্রবীণ দিবস
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়াান সাগীরা
হে আল্লাহ! আমার পিতা মাতার প্রতি দয়া কর, দয়াময়
তাদেরকে তোমার দয়ার ছায়ায় দাও তুমি আশ্রয়
শৈশবে তারা আমার যত্ন করেছে দিন রাত
আজকে তাদের যত্নে হে প্রভু! বাড়াও তোমার হাত।
শিশুকালে শক্তি ছিলনা কিছুই
ক্ষুধা, তৃষ্ণায় কেঁদেছি শুধুই
খাওয়া দূরে থাক, মল ত্যাগ করে নিজের ধৌত করা ছিলনা”ত সেই ক্ষমতা বা বোধ, সেটাও করেছেন তারা।
নিজে না খেয়ে খাইছেন আমায়
করেছেন সেবা, রোগ যাতনায়
আমার মুখের হাসির জন্য দিবা নিশি ব্যাকুলতা
আমাকে আগলে নিজেরা সয়েছেন দু:খ, কষ্ট যত ব্যাথা।
মিক্ষিত হয়েছি তাদের চেষ্টায়
দাঁরিয়েছি আজ আমি নিজ পা'য়
কখন আমাকে পড়তে দেননি ছোট-বড় ঝামেলায়
সহায় থেকেছেন, আগলে রেখেছেন,কত স্নেহ মমতায়।
প্রীতি, ভালবাসা, মায়া মমতায় পরম দরদ ভরে
লালন পালন করেছেন তারা আদর-যত্ন করে।
জগতের অমোঘ নিয়মের ফলে
একদা তারাও গিয়েছেন চলে
জানিনা কোথায় কেমন আছেন পিতা, মাতা ও অন্যরা
তাদের জন্য দোয়া করি প্রভু
রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়াান সাগীরা
২| ০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়াান সাগীরা
হে আল্লাহ! আমার পিতা মাতার প্রতি দয়া কর
৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৪
অন্ধবিন্দু বলেছেন:
হে আমার প্রতিপালক!
আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৫
হাসান বায়জিদ বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়াান সাগীরা
হে আল্লাহ! আমার পিতা মাতার প্রতি দয়া কর
জাযাকাললাহ খায়ের