![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহারে বোকা মুসলমান !!!!!!!!!!!!!!
" ধর্ম যার যার , উৎসব সবার " -স্লোগানটি অত্যন্ত চিত্তাকর্ষক হলেও এটা বাস্তবিক অর্থে মুসলিম মানসে সংকট তৈরি করে । কথাটি আসলে এত সহজ নয় । আমার কুরবানির ঈদে গরু কুরবানি আমার জন্য আনন্দদায়ক হলেও একজন হিন্দুর জন্য তা কখনই আনন্দদায়ক তো নয়ই বরং তা অত্যন্ত পীড়াদায়ক কারণ তারা গরুকে গোমাতা মানে।
আপনি হিন্দুদের গণেশ পূজাকারী মুসলিম নামধারী সালমান খানের " বাজরাঙ্গি ভাইজান " সিনেমা দেখে আবেগ আপ্লুত হোন এবং চোখের পানি ফেলেন বাজরাঙ্গি ভাই এর জন্য আহারে বাজরাঙ্গি ভাই কত ভালো মানুষ ????? ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠন "বজরঙ্গের" সদস্য বাজরাঙ্গি ভাই । ২০০২ সালে ভারতের "গোধরাতে " ট্রেনে আগুন লাগিয়ে মুসলিমদের উপর দোষ চাপিয়ে বজরঙ দলের সদস্যরা "গুজরাটে " হাজার হাজার মুসলিম হত্যা করেন । কি নির্মম সেই দৃশ্য ! মায়ের পেট ফেড়ে জীবিত ভ্রূণ বের করে "ত্রিশুলার " মাথায় সেই ভ্রূণ নিয়ে উন্মাদ নৃত্যে ফেটে পরা বজরঙ দলের সেই সদস্য " বাজরাঙ্গি ভাই " এর চরিত্রকে কি সুন্দর করে তুলে ধরা হয়েছে দর্শকদের সামনে !
বর্তমানে মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বড় সন্ত্রাস হলো "তথ্যসন্ত্রাস" । বোকা মুসলিমদের আরও বেশি সচতেনতা দরকার এই বিষয়ে । আমাদের একেকজনকে এই বিষয়ে শক্তিশালী মিডিয়া হিসেবে ভুমিকা রাখতে হবে ।
২| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
আমি আবুলের বাপ বলেছেন: শারদীয় দুর্গোৎসবের সর্বজনীন রূপ ।
৩| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮
বুকা ছেলে বলেছেন: মুমিনরা মুমিনদের ছাড়া কাফিরদের বন্ধু (অভিভাবক, পৃষ্ঠপোষক) হিসেবে গ্রহণ করবেনা। যে কেউ তা করবে, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবেনা। (সুরা আল ইমরানঃ২৮)
৪| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১০
বুকা ছেলে বলেছেন: সূরা আল আসর
পরম করুণাময় আল্লাহ্র নামে।
সময়ের শপথ।
মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে।
তবে তারা নয়, যারা ঈমান আনে, ভাল কাজ করে, একে অপরকে (ভাল কাজের) উপদেশ দেয় এবং একে অপরকে ধৈর্য্য ধারন করার উপদেশ দেয়।
৫| ২৭ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১২
এরিক ফ্লেমিং বলেছেন: "ধর্ম যার যার, উৎসব সবার"- এই মহাবানী (!?) কে প্রদান করলেন?
নিজের ধর্ম পালন এবং অন্যের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করা এটাই ধর্মের শিক্ষা। এর মানে এই নয় সবকিছুতে একাকার হয়ে যেতে হবে। বরং ভিন্ন ধর্মাবলম্বীর উৎসবে যদি আপনি যেয়ে নাচানাচি করেন তো তারা বিভ্রান্ত হবে। যার যার উৎসব ঠিক মত পালন করতে দিন না ভাই। আরেক ভাইয়ের উৎসবে যেয়ে ডিস্টার্ব করেন কেন?
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
আমি আবুলের বাপ বলেছেন:
