নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=====================
যেদিন ফিরোজ মামার কাছ থেকে
শুনছিলাম বুদ্ধিজীবি হত্যার চিত্রপট
কি বীভৎস্য সেইদিনের রক্ত ঝরা দিন
মামার পাশে থেকে স্পর্শানুভূতির মন;
দুটি চোখ, মনে হলো আমি দেখেছি-
ক্ষত বিক্ষত গণহত্যার আর্তচিৎকার!
ভেসে আসছে- আমার কান ফেঁটে যাচ্ছে-
গলিত রক্তের আওয়াজ- নিত্যক্ষণ বীভৎস্য
শব্দ শুনতে পাই- এই ইটপাথরের শহর জুড়ে
হচ্ছে অন্তক্ষরণ- তোরাই চিরঅমর, চিরঅমলিন,
বাংলাদেশের আকাশে বাতাসে, আর লাল সবুজ
তোমায় পতাকা- বিনম্র শ্রদ্ধা জানাই লাল স্যালুট।
২৯ অগ্রহায়ণ ১৪২৬, ১৪ ডিসেম্বর ১৯
----------------------------------------
১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি আপু শ্রদ্ধা ও শুভেচ্ছা নিবেন
আশা করি ‘ব্ল ডে’ অবশ্যই আসবেন-------
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪৩
খায়রুল আহসান বলেছেন: শহীদ বুদ্ধিজীবিদের প্রতি "লাল স্যালুট" জানিয়ে লেখা কবিতাটি আপনার দেশপ্রেমের পরিচয় বহন করে। কিন্তু এমন একটি কবিতায় অনেকগুলো ভুল বানান কবিতাকে ম্লান করে দিয়েছে। আশাকরি, কবিতায় লেখা 'বিভাস্য' (বীভৎস), আত্মচিৎকার (আর্তচিৎকার), ফাঁটে যাচ্ছে (ফেঁটে যাচ্ছে), অম্লিন (অম্লান অথবা অমলিন) ইত্যাদি ভুল বানানগুলো সম্পাদনা করে নেবেন।
১৫ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি খায়রুল দা ভুল বানান সংশোধন করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন----
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বেশ ভালো লাগলো।
১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সৌরভ দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন----
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৪
এস সুলতানা বলেছেন: খুব সুন্দর কবিতা পাঠ করলাম