নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
========================
মনের প্রত্যাবর্তন হলো কই এই সমরায়
শুধু দৃশ্যবরণ ভগমান আর খুঁজও!
আদর্শের নিলাখেলা তাও আবার এক চোখে
সোনালী ভোর হওবার স্বপ্ন দেখও ;
নীরবতা মানে মৃত্যু নয়- নয় কোন খেলা!
তবুও স্মৃতির গায়ে আয়না ভাঙ্গা মেলা।
তুমি হেঁটে যাও কোন দূরত্ব বা কাছের বৃন্দাবন
অথচ প্রেম খুঁজ, খুন চন্দ্রবতীর রাত-
নীল ধন জানি- আমার প্রত্যাবর্তন ঘটবে না ;
কেনো না আমি তোমাদের মতো মানুষ না
আমার পথের আলো নেই শুধু অন্ধকার-
অতঃপর ঘটাও আর আদর্শে প্রত্যাবর্তন ভোর।
২৭ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ১১ জানুয়ারি ২০
-----------------------------------------------
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দেরিতে উত্তর দেওয়ার জন্য খুবি দুখিত
ভাল ও সুস্থ থাকবেন
২| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা দেরিতে উত্তর দেওয়ার জন্য খুবি দুখিত
ভাল ও সুস্থ থাকবেন
৩| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫
নেওয়াজ আলি বলেছেন: অনবদ্য লেখা,
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নে, আলী দা দেরিতে উত্তর দেওয়ার জন্য খুবি দুখিত
ভাল ও সুস্থ থাকবেন
৪| ১১ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা পড়া হলো, শুভকামনা রইল ভাই!
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৫
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দেরিতে উত্তর দেওয়ার জন্য খুবি দুখিত
ভাল ও সুস্থ থাকবেন
৫| ১২ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩৪
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি ইসিয়াক দা দেরিতে উত্তর দেওয়ার জন্য খুবি দুখিত
ভাল ও সুস্থ থাকবেন
৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৭
নার্গিস জামান বলেছেন: খুব সুন্দর
১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নার্গিস আপু দেরিতে উত্তর দেওয়ার জন্য খুবি দুখিত
ভাল ও সুস্থ থাকবেন
©somewhere in net ltd.
১| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৭
দৃষ্টিসীমানা বলেছেন: মাইকেলের মত কঠিন কবিতা , ভাল করে বুঝলাম না ।