নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=======================
মধু খেতে লাগে না আর মৌমাছি
সরিষা গায়ে চিনি মিশে মধু রে ভাই মধু;
মৌমাছিরা এখন ভয়! পায় না কোন
প্রেমময় বাগান; তবুও ওরা বলে খাঁটি
খাঁটি করে পাগল রে ভাই এত ভাই মধু।
মৌমাছির সঙ্গহীন ডানা নেই উড়িবার
বনজঙ্গলে দুই একটি বসবাস তাও আবার
নুনে জলে পাখি খায় তো রে ভাই মধু-
পাড়ায়- পাড়ায় হৈ হুল্লোর খাঁটি মধু চাই
সবই এখন সাদৃশ্য ভাইরাস,উড়ে নাকের ডগায়
গলা ফেটে তবুও ওরা কয় খাঁটি রে ভাই মধু।
২৭ মাঘ ১৪২৬, ১০ ফেব্রুয়ারি ২০
---------------------------------------
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০১
অজ্ঞ বালক বলেছেন: সুন্দর।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৪
নেওয়াজ আলি বলেছেন: অনুপম,
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৫
মোহাম্মদ রিদওয়ান আল হাসান বলেছেন: শিক্ষনীয় কবিতা।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৯
রাজীব নুর বলেছেন: খাটি মানুষ যেমন নাই। তেমনি খাটী মধুও কোথাও নেই।