নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

প্রেমে বন্দী সুখ

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৮




====================
আকাশ বন্দী তারার কাছে
বাতাস বন্দী সুগন্ধীর মাঝে
বন্ধু ল মন ভুলা না-
তোর জ্ঞান বোধ কানা;
বিদ্বেষীরা হেঁটে যায়
হাজার শয়তান খারা
আকাশ থেকে বৃষ্টি ঝরে
মেঘের কাছে থাকে না বেড়া-
বন্ধু ল মন ভুলা না
আদম হাওয়ার সাথে প্রেম করে
সুখ পেলাম না।

যে ফুল দিনের বেলায় গন্ধ ছড়ায় না
রাতের বেলায় গন্ধ ছড়ায়
তার কাছে কভু যাও না-
যে বিশ্বাস নিঃশ্বাস টানে তাকে ভুল না-
যে সহজ সরল ভালবাসে
তাকে একটু ভালবাসা না
এজগতে প্রেম করে মরে কয় জনা
যারাই মরে তারাই খাটি প্রেমিক ওয়ালা;
বন্ধু ল মন ভুলা না-
আদম হাওয়ার সাথে প্রেম করে
সুখ পেলাম না।


৩০ মাঘ ১৪২৬, ১৩ ফেব্রুয়ারি ২০
---------------------------------------

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫২

এম ডি মুসা বলেছেন: তবু বাসন্তীর শুভেচ্ছা

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি মুসা দা
আপনাকেউ ফাল্গুণের হাজার রঙের শুভেচ্ছা রইল

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: এটা কি গান না কবিতা??

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: দুটোই রাজীব দা

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১

নেওয়াজ আলি বলেছেন: বাসন্তীর শুভেচ্ছা

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নে আলি দা
আপনাকেউ জানাই
অনেক বাসন্তী শুভেচ্ছা-----------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.