নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
======================
নিজের মধ্যে অহংকারি
দেখাও কত বাহাদুরি, সতত চিন্তা বহু দেরি-
স্বার্থবাদী আজও কাশ ভারি!
তবুও চারুকথা থাক না আর-
গল্প অল্প মন্দলোকের আড়ি।
কাজের মধ্যে কাজ তোর মানহীন-
তাই বলো মূল্যবান, কোথায় খোঁজ জ্বীন;
নিয়ম কানুন করে চুরি করবে কে ঘৃণা-
বাস্তবতা এতটুকু হলো না যে চিনা;
তবুও সব আড়িতে লাউয়ের কাছে
নদে নাই রে পানি- কয়দিনের বাহাদুরি
থেমে গেলে হবে মৃত্তিকার প্রেম সোহাগি-
এসো সবকিছু ভুলে গিয়ে মাটির ফুলে হাসি।
০৯ ফাল্গুণ ১৪২৬, ২২ ফেব্রুয়ারি ২০
---------------------------------------
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা
অনেক প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন-----------
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫
নেওয়াজ আলি বলেছেন: সুকোমল লেখা
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নে আলি দা
মধুর মন্তব্য
ভাল ও সুস্থ থাকবেন
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ লিটন ভাই
চমৎকার কবিতার জন্য।
শুভকামনা রইলো।
২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নূরু দা
সুন্দর মন্তব্যে প্রেরণার আলো জ্বল
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন------------
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
সহজ সরল ভাষা।