নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=========================
সভ্যতা তুমি কত দূর সামনে এগুচ্ছো!
এতো শিক্ষাদীক্ষা তবুও সভ্যতা তোমার
চোখে- সেই আদিসমাজের চিত্র ক্ষণ!
তবে বিজ্ঞান কি শিখাচ্ছে কি শিক্ষাল?
শুধু বিদ্বেষ নাকি ধ্বসের রথ খেলার বলি;
ধিক্কার জানাই, কাকে দিবো এই মানবতা
না ঈশ্বর মুখি আকাশ, বাতাস, ভুমি মাটি?
আর কত অন্তক্ষরণ দেখো শুধু মৃত্যু পর্যন্ত;
আর কত আধুনিক হলে সভ্যতা বিদ্বেষী হবে না,
বলতে পার ঈশ্বর না, পশুপাখি কিংবা সবুজ
তরুলতা নাকি এ সভ্যতার মৃত্যুঞ্জয়ী মানুষ
অতঃপর তোমরা কোন ধর্মগ্রস্থের মানুষ নও।
১৬ ফাল্গুণ ১৪২৬, ২৯ ফেব্রুয়ারি ২০
---------------------------------------
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দাদা
সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫১
নেওয়াজ আলি বলেছেন: বিমোহিত হলাম কাব্য চয়নে।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নে আলি দা
অশেষ ধন্যবাজ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩
কালো যাদুকর বলেছেন: সভ্যতা চক্রাকারে ঘুরছে,
সময়, আইনেস্টাইনের কথা মেনে বেন্ড করেছে,
আদিকাল ভবিষ্যৎ হয়েছে,
বর্তমান অতিতে হারিয়েছে।
সভ্যতা হারিয়েছে অতিতে,
বর্বরতা ফিরে এসেছে ।
আর কোন ধর্মই এই বর্বর মানুষকে ফেরাতে পারবে না।
২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দাদা সত্য কথা বলেছেন
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮
মীনক্ষোভাকুল কুবলয় বলেছেন: ধর্ম যতোদিন থাকবে সভ্যতা আর ছুঁবেনা মানুষকে ।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কুবলয় দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন———–
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪
সাইন বোর্ড বলেছেন: মানবতা আজ লজ্জায় মুখ লুকায় ।