নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=====================
বার বার ভালবাসা কে অপমান করেছো,
তোমাদের কাছে ভালবাসার মূল্য অনেক;
অথচ শত বার অপমান সহে করে- করে
আমি ভালবাসা এতটুকু বুঝলাম কই!
আমি স্বার্থপর- জ্ঞানহীন আমার কাছে
কোন মূল্য নেই- আমি নাকি মূল্যহীণ হয়ে উঠছি
এক পথযাত্রী কিংবা ভয়ঙ্কর প্রলয়!
শেষটা কোথায় জানি না যেটুকু জানি
শুধু মৃত্যু আর মৃত্যু তাই না- বুঝেছি
এই এখন অথবা তখন-
তবুও ভালবাসার জন্য অপমানিত-
রাস্তার ধুলা বুঝায়- কুহক পাখির গান শুনায়-
অতঃপর কিছু বুঝি কতটকু অপমান।
৩০ ফাল্গুণ ১৪২৬, ১৪ মার্চ ২০
----------------------------------
১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৬
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনার মন্তব্যে একমত হতে পারলাম না কারণ
কি করে জানবে আমি যে কাজটা করছি ভুল
কোন কাজ করলেই ভুল হবে এটা স্বাভাবিক
মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----------
২| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫২
রাজীব নুর বলেছেন: একজীবনে একজন মানুষ কতবার অপমান হয়?
১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা মৃত্যু আগ পর্যন্ত
তবে মনে করলাম না অপমানিত
দোয়া করি এরকম অপমানিত না হন
ভাল ও সুস্থ থাকবেন---------
৩| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চমৎকার উপলব্ধি। সুন্দরভাবে প্ৰকাশ হয়েছে কবিতায়।
১৫ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি সৌরভ দা
সুন্দর মন্তব্যে অনেক প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
৪| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৮
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।
১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নে আলি দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-------
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৩৫
মাহমুদুর রহমান বলেছেন: মানুষ অপমানিত হয় নিজের ভুলে কারনে।সংশোধনের উপায়ও তার কাছেই আছে।