নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
===================
একটা কবিতার পটভূমিতে
শুধু ফসলের মাঠ আর মাঠ-
একদিন মাচার ডোল ভর্তি ধান
দুর্যোগ মাঝে বিলীন করেলেন
সেদিন থেকেই কবির তর্জনীর তীব্র গর্জন!
মিশে গেছে সসস্ত আকাশ বাতাস-
গন্ধবিরল মৃত্তিকার তরে- তরে;
তারপর ঘাত প্রতিঘাত উপেক্ষা করে
একদিন অন্তর স্পর্শে- কবির কবিতাকে
গভীর মমতায় আলিঙ্গন করলেন;
কবিতার চঞ্চলতা দেখে ভীষণ আনন্দ!
সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন
এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন
কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে
কবিতাকে আপন মমতায় সাজালেন;
বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে
মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।
০২ চৈত্র ১৪২৬, ১৬ মার্চ ২০
-------------------------------
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় কবি সেলিম দা
অনেক শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
২| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:২৩
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ +
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় জুনায়েদ দা
অনেক শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
৩| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৫
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় রাজীব দা
অনেক শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
৪| ১৬ ই মার্চ, ২০২০ দুপুর ২:৪০
নেওয়াজ আলি বলেছেন: দারুণ লেখা , ভালো লাগলো ।
১৬ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২১
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় নে আলি দা
অনেক শুভেচ্ছা জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
৫| ১৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৪
নৃ মাসুদ রানা বলেছেন: অমরত্বের
১৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি রানা দা
মুজিব শতবর্ষের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন------------
©somewhere in net ltd.
১| ১৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+