নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=====================
মরু প্রান্তরে গোলাপ ছিল কথা হয়নি
ঘ্রান তো দূরের কথা ভাবতে পারিনি!
সামনে সামনি চলা বেশ হয়েছে- চোখে
চোখ রাখা, সিনেমা দেখা তাও হয়েছে-
গোলাপ যখন একটু কাছে- তখন ঝড় তুফান।
এখন তো রোজ কথা হয়- অনমনে মনে
ভাবনার সারি কিছু নতুন সৃষ্টি সুরে গান;
গোলাপ স্পর্শ ছোঁয়া সেতো প্রণয় ডুবি সম্মান!
আজ শুধু ইচ্ছা ডাকে বান- হারিয়ে হয়েছি
বামন ডাঙ্গার ডুমুর ফুলের স্লান-
তবুও ভাবনাতে নিভু নিভুতে কথা হয়
রোজ ঘুমহীন রাত- জোনাকিরা মুছকি হাসে,
আসবে না আর হবে না আর মুখোমুখি-
অতঃপর বৃষ্টি ছুঁয়া কল্পনা কথা- হক না সুখে দুঃখে
গোলাপ আসবে না আর হবে না মুখোমুখি।
০১ শ্রাবণ ১৪২৬, ১৬ জুলাই ২০
----------------------------------
১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সঠিক বলেছেন ---------
২| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২২
রাজীব নুর বলেছেন: আমাকে বলুন মানুষ কেন কবিতা লিখে? এবং কেন সবাই কবিতা লিখতে পারে না?
১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: হু ------- না এটা স্বদ ইচ্ছা রাজীব দা
৩| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৫
নেওয়াজ আলি বলেছেন: নিপুণ উপস্থাপন I
ভালো থাকুন সবসময়
২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ নেওয়াজ আলি দা
৪| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৪
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।
২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: আপনিও রাজীব দা
৫| ২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:১০
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ মনোমুগ্ধকর লেখনি হে সুপ্রিয়।
২১ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সাখাওয়াত দা অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১২:২০
কবিতা পড়ার প্রহর বলেছেন: দুঃখ বা কষ্টের আবেগগুলি কবিতা হয়ে আসে।