নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
================================
আজ কাল কবিতার চোখে দেখতে হচ্ছে সবকিছু-
দেখেই বা কি হয়; ধুমধড়াক্কা হচ্ছে তো খুন, ঘুষ
দুর্নীতি ধর্ষণ অথচ কবিতার অঙ্গখানি নিঃচুপ,বর্ণচোরা মুখ;
খোঁজতে তাতে কি, সম্মানে কিছু করছে বুঝি অপেক্ষা
হয় তো বুঝবে না- যত বল কবিতার দোষ নেই,
আসলে আমরা কিন্তু কবিতার ছোলক বুঝি না-
যত পারি ভন্ডু মুখে সমালোচনা করে যাই, জোছনা!
এ হলো আমাদের কবিতা চয়ণ গল্প কাহিনী রসনা;
তবুও আজ কাল নাকি প্রেম করতে গুন লাগে না-
খুন, ঘুষ, ধর্ষণ হলে নাকি বিচার হয় না- অতঃপর
কবিতা দেখবো না আর কোন কবিতার চোখ।
০৮ শ্রাবণ ১৪২৬, ২৩ জুলাই ২০
------------------------------------
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: ছন্দ -আবেগ বুঝি না তো তবুও লেখতে থাকি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
২| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা তুমি ভাল থেক....
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি মাইদুল দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
৩| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ । ভালো লাগলো ।
২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নেওয়াজ আলি দা অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন----------
৪| ২৩ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: চমতকার।
২৫ শে জুলাই, ২০২০ সকাল ৯:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
©somewhere in net ltd.
১| ২৩ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫৫
আমারে স্যার ডাকবা বলেছেন: ১১ লাইনের কবিতায় এতো গুলো অশুদ্ধ বানান!
ভালো লাগে নাই। ছন্দ নাই, আবেগ নাই। লেখা হয়েছে, কবিতা হয় নাই।