নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
====================
তোর বোকা শোকা মন মেঘে
ঝড় হাওয়া বোবা বৃষ্টি ঝরবে
কুল কিনারা পাবি না খুঁজে-
চালাক হতে লাগলে না সঙ্গ বেস
তবুও চালাক হবি অন্তবেসে
বাজা ঢোল- নিজের পিঠে- নিজে।
দেখবি হঠাৎ রঙধনু বিকেল হাসে
হাসে রোজ জোছনা তারা
সোনালি দিনগুলো তারাও হাসে
হাসেন যত আঁধার খিট খিটে;
বসলে তারার মেলায় আধার টুটে
বাজা ঢোল- বাজা নিজের পিঠে- নিজে।
তবুও হুস হলো না এ জনমে
আর কয়দিন বাঁকি জনম তরী!
তোর বুকের মাটি জনম খাঁটি-
বুঝলি না রে বোকা শীতল পাটি
হাটিস না বোকা শোকা মেঘের সনে
বাজা ঢোল- বাজা রে ঢোল বুক পিঠে।
১৩ শ্রাবণ ১৪২৬, ২৮ জুলাই ২০
------------------------------------
২৮ শে জুলাই, ২০২০ সকাল ১১:২৩
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি ছবি আপু সঠিক ঢল না হয়ে ঢোল হবে
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----------
২| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----------
৩| ২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৪
নেওয়াজ আলি বলেছেন: ঢোল বাজে ঢোল বাজে । তান তিনা ধিন ঢোল ঢোল বাজে।
২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩০
আলমগীর সরকার লিটন বলেছেন: নেওয়াজ আলি দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন-----------
©somewhere in net ltd.
১| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ১১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাজা ঢল না ঢোল হবে ভাইয়া