নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
===================
প্রশ্ন তীর ছুঁটে যাচ্ছে-
সাদা মেঘের দল কে ভেদ করে!
উত্তর শুধু হাসচ্ছে খুব
নীরবে- কি হবে বুক পেতে নিয়ে
কিছু প্রণয় তীরে রক্তাক্ত
তবুও ছুঁটে যেতে চায় প্রশ্নতীর।
বিরক্ত! বাতাসের গায়ে গন্ধ
যেনো নোনাটে স্বাদ- ভেসে
আসচ্ছে দেখে না চাঁদ- দেখে না
কারণ অন্যখানে যুক্ত; আকাশ
পানে যত প্রশ্ন মুক্ত- হেসে খেলো
কাশফুলে কিংবা দুলনচাপা দুলে;
অতঃপর আজ শুধু প্রশ্ন ভারি
অসহ্য যন্ত্রনা ভেঙ্গে যায় বাধ!
ছুঁটে আসচ্ছে তীর- বুকটা সুধায়
ভয় নাই- না পাওয়ার স্বাদ চাই;
স্রোতের মতো এগে যাই- ভেদ
করো ভেদ এবার প্রণয়ে সুরাল ধার।
২৮ শ্রাবণ ১৪২৬, ১২ আগস্ট ২০
------------------------------------
১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই-----
২| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
তবে আপনি কি কবিতা ছাড়া অন্য কিছু লিখেন না? গল্প লিখুন? প্রবন্ধ লিখুন।
১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: না রাজীব দা আসলে সময় হয় না অফিসের কাজ বাসায় জামেলা আর গল্প লেখার ভাবনাই আছেন মাথা
৩| ১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:০৭
নেওয়াজ আলি বলেছেন: দারণ উপমা দিয়েছেন প্রিয় ভাই।
১২ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নেওয়াজ দা অশেষ ধন্যবাদ জানাই-----
©somewhere in net ltd.
১| ১২ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:০৭
অরণি বলেছেন: সুন্দর কবিতা।