নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ অরুণিমা

১৮ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৮




==================================
ঐ অরুণিমার ছায়া কেমন করে জানি
মাথার মধ্যে বেয়ে হিমালয় পর্যন্ত ছড়িয়ে গেলো অনল!
তবুও ধন্যবাদ জানাই- কিছু ঘাম ঝরা
শীতলতা বাতাস যেনো গায়ের পারে গা জুড়ে বসতে চায়
তুমি গন্ধ গোলাপ চিন- এ কেমন বুঝলাম না
কিন্তু ঝড় হাওয়া নিঠুরতার গরম বুঝতে গিয়ে একটা তারা
ছুঁটে দিলে অরুণিমা-জলছায়ায় ভাবলাম খুব!

ভেবো না কোনদিন কোন অশ্লীল বর্ণে ভিজাবে না! কারণ
সমস্ত রাস্তা জঙ্গলবন এমনতেই পবিত্রময়-
কি ছড়ালে ? জানলাম শুধু হিমালয় পর্যন্ত প্রণয় না থাকলে-
কোন কাঠে আগুন জ্বলে না-এখন নিরুপায়
তবুও ভালবাসা আছে, দিবো- সেই অপেক্ষাই বাঁচি, সবুজ
আইলপাথারে শিশুর মতো চেয়ে চেয়ে থাকি-
জোছনাময় রাত- এমনকি সোনালি রোদ দুপুর হেঁটে চললে
রক্তশিরার মধ্যে ঘুমপারা স্বপ্নে অরুণিমা।

০৩ ভাদ্র ১৪২৬, ১৮ আগস্ট ২০
------------------------------------

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব দা

২| ১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫২

ঘরহীন বলেছেন: ভাইজান, প্লিজ কিছু মনে করবেন না। আপনি শুধু একের পর এক শব্দ বসিয়ে যাচ্ছেন। কাব্যিকতা, অর্থবোধকতা, ভাবপ্রকাশ হচ্ছে না। সরি ভাই, প্লিজ, ডোন্ট মাইন্ড।

১৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:০৬

আলমগীর সরকার লিটন বলেছেন: তাই----- প্লীজ একটু শেখে দেন
কি ভাবে অর্থবোধ কাব্যিকতা হবে---------

৩| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৫

ঘরহীন বলেছেন: আপনি যদি শুধু প্রশংসা শুনতে চান, দেন ইউ আর এট দ্য রাইট প্লেস। তিনদিন ধরে দেখছি, কোনো পোস্টে ঋণাত্মক কমেন্ট করছে না কেউ। যেন, সেটা অনিয়ম, নিষেধ, যেন সেটা করাটা অপমান। জানি না তাহলে একজন লেখক কিভাবে নিজেকে আরও শাণিত করবেন যদি কখনো নিজের ভুলটাই না বুঝতে পারেন। ধন্যবাদ প্রত্যুত্তরের জন্য।

বাতাস শীতলতা হয় না, শীতল হয়।
গায়ের পারে গা, নাকি গায়ের পরে গা?
তুমি গন্ধ গোলাপ চিহ্ন - এর মানে আসলেই বুঝলাম না।
নিঠুরতার গরম! নিঠুর হলে আপনার পুরো কবিতার ভাষা পরিবর্তন করতে হবে কারণ এটা লেখ্য ভাষা না, নিষ্ঠুরতার গরম না হয়ে উত্তাপ হবে হয়তো।
ছুটে দিলে না, ছুয়ে দিলে।
অশ্লীন না, অশ্লীল।
পবিত্রময় না, হয় শুধু পবিত্র বা পবিত্রতাময়।
বাঁচ্চি না, বাঁচি।
সবুজ আইল পাথার শিশুর মতো!
সোনালী রোদদুপুর হেটে চললে!?
রক্তশিরা না, নালী হবে।

ব্যস। আপাতত এই।

৪| ১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:০৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সঠিক বলেছেন -----------------অশেষ ধন্যবাদ জানাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.