নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ স্পর্শ

১৯ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪৭



=============================
ন্যায় অন্যায় চিন্তা ভাবনা বুঝার জ্ঞান
তোমার পৃথিবীতে নেই ! শুধু স্বার্থ সিদ্ধি সময় এখন-
অনেক হয়েছো বড়লোক,
অহংকারী চিত্ররূপ দেয়াল করেছে ঝলকময়!

অথচ ভেঙ্গে যাচ্ছে আমার সমস্ত প্রণয়ের সিঁড়ি-
বলো কৃষ্ণচূড়া পাপড়ি রাঙা পথে
আর কত কাল এভাবে হাঁটব?
পরিসমাপ্ত হয়ে যাচ্ছে-
বোধশক্তির আলো-
আঁধারা ঘুণে এলো বুঝি!

নিশ্চয় তখন ন্যায় অন্যায়ের জ্ঞান চক্ষু হবে
সবই দেখবে ভাল- ভিজা মাটির জল
শুকনো ঘাসের উপর পদ দলের স্পর্শ
আর এভাবেই চলবে কিছুক্ষণ-
পূর্ণ সাধন জয় হোক স্পর্শ।

০৪ ভাদ্র ১৪২৬, ১৯ আগস্ট ২০
------------------------------------

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কিছু স্পর্শ অমলিন
কিছু স্পর্শ চিরকালীন।

ছবিটা দারুণ।

কবিতায় প্রথম দিকটা মনে হয় স্পর্শের সাথে মিলেনি।

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি কবি মাইদুল দা সুন্দর মন্তব্যে অশেষ ধন্যবাদ জানাই

২| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: আমি যদি আপনার মতো করে কবিতা লিখতে পাড়তাম!!!

১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: কি যে কন না রাজীব দা আপনি কত ভাল লেখেন আমার লেখা ত হয়নি না
দেখেন না মাইদুল দা কি কইছে?-----------

৩| ১৯ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: আপনি সহজ ভাষায় সুন্দর কবিতা লিখেন। আমি মুগ্ধ হয়ে পড়ি।

৪| ১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪০

নেওয়াজ আলি বলেছেন: অনুরিমাকে স্পর্শ করা এত সহজ না

১৯ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫

আলমগীর সরকার লিটন বলেছেন: স্পর্শ করা খুব সহজ সহজ নেওয়াজ আলি দা
বুঝতে হবে অনুভবে----------------------

৫| ৩১ শে আগস্ট, ২০২০ রাত ১:৪০

সিদ্ধাচার্য লুইপা বলেছেন: আপনি প্রচুর কবিতা লেখেন দেখছি। তাই, প্রত্যাশার হিসাবে মিলছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.