নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=========================
ভালবাসা সেতো এক রাজ্যের রাজা!
এক মুঠো ফসলের মাঠ সবুজে অরণ্য;
খয়রাতি মনোভাব থাকতে নাই কারণ
খাদ্য বিলাস হতে পার
তবে চকোলেট চায় মানে খয়রাত নও;
তাহলে ভালবাসা কথায় গেলো ?
ভালবাসা তো ঘুমের ঘোরে স্বপ্নে দেখা কোন রাত নয়-
তাহলে রাজার কণ্ঠ ভরা আফসোস কেনো?
অথবা খয়রাতি রাজাও হতে চায়!
কারণ ভালবাসা বুঝানোর জন্য
ভালবাসা কখনো খয়রাতি নয়
তোমার অপছন্দ হতে পারে ঘ্রণাও করতে পার
তাই বলে ভালবাসাকে অপবিত্র করতে পার না
তুমি আমি আমরা ভালবাসা নিয়েই বেঁচে আছি-
বেঁচে থাকব; ভুলে যাও দুঃখময় কষ্টধারা
আনন্দ নিতেও খয়রাতি মনে করো না
ওটা শুধু মুঠোই মুঠোই ফসলের ভালবাসা মনে করো
অতঃপর ভালবাসা খয়রাতি নয় ।
০৭ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ২০
------------------------------------
২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৫
আলমগীর সরকার লিটন বলেছেন: রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
২| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১:২৮
নেওয়াজ আলি বলেছেন: বাহ্। দারুন ব্যাপার উপভোগ করলাম
২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: নেওয়াজ আলী দা অশেষ ধন্যবাদ জানাই
৩| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: ঠিকই তো ভালোবাসা খয়রাতি হতে যাবে কেন? দুটি হৃদয়ের ভালোলাগা যখন ভালোবাসাতে পরিণত হয় সে তো অনুপম অনুভূতি।
কয়েকটি স্থানে টাইপো আছে পারলে একবার চেক করে নিন।
শুভকামনা জানবেন।
৪| ২৩ শে আগস্ট, ২০২০ রাত ২:০৯
সিদ্ধাচার্য লুইপা বলেছেন: বানানটা একটু দেখবেন কবি সাহেব। এমনিতে, কবিতা বেশ ছিলো।
©somewhere in net ltd.
১| ২২ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৯
রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসাই এযুগের ছেলে মেয়েদের খাইলো।