নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=====================
রাতের বিষণ্ণতা- দিনের কাছে সুখ,
রোদ হেঁটে যায় আঁধার কাছে খুব;
কাছের চাঁদ দূরের আকাশ সাদা বুক-
নীল মেঘ উড়ে মন শঙ্খচিলে বেশ।
স্নিগ্ধ সময় মধ্যদুপুর অন্ধকার ঢেউ চুপ
শূন্যেই হাঁট জনসমুদ্দুর এতো পিছু পিছু
আনন্দ হাসি ভীতরে খুশি নেই- অসুখ
তবুও রাত আসে দিন চলে-কারবালা-
শোকাহত এই সোনালি বাংলায় প্রাণ-
অতঃপর আমি আহত আমি কারবালা
প্রান্তর দেখি!বার বার ফিরে আসা আমার
শোকগাঁথা অশ্রু নয়ন- তুমি কারবালা।
১৬ ভাদ্র ১৪২৬, ৩১ আগস্ট ২০
------------------------------------
৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: অনেক শুভেচ্ছা রইল দাদা কেমন আছেন
২| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৮
রাজীব নুর বলেছেন: এটাকেই সম্ভবত ধর্মীয় কবিতা বলে।
৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:৪০
আলমগীর সরকার লিটন বলেছেন: একটু শেষে এসে কারবালা যোগ করেছি রাজীব দা অশেষ ধন্যবাদ নিবেন
৩| ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০১
মোঃ মাইদুল সরকার বলেছেন: বেদনাদায়ক ইতিহাস। কারবালা নিয়ে আমারও একটি কবিতা আছে।
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: পোস্ট করেছেন পড়বো
৪| ৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৪
নেওয়াজ আলি বলেছেন: আরব দেশে এখন রোজ শিয়া সুন্নির মরণ হয় যুদ্ধ করে
৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: হতে থাক কি করার আছে -------নেওয়াজ আলি দা
ভাল থাকবেন সাবধানে থাকবেন
৫| ৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: শেষ চার লাইনের জন্য+
৩১ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ জানাই
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮
রাজীব নুর বলেছেন: একটু শেষে এসে কারবালা যোগ করেছি রাজীব দা অশেষ ধন্যবাদ নিবেন
ভালো থাকুন।
০১ লা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি আপনিও
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০২০ সকাল ১১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন:
কারবালা সকল ঈমানদারের ভিত্তি ভুমি
সত্য আর মিথ্যার ব্যবধান যেথা হয়
কারবালা এলে স্মরনে যে সত্য মুমিন
অঝোরে দু চোখে জলের ধারা বয়।
+++