নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এ জল- সে জল -জলের মধ্যে
কোন জলে আমি-
খুঁজিতে খুঁজিতে বৃদ্ধ হলো
মানব জমিনের কল কাটি-
জগত সংসার জানিতে ধারা-
কেউ বলে মাটি কেউ বা বলে মাংসপেশী!
ধর্ম আমার অধর্ম হলো মানবতার মুখে চাটি।
জল গড়াগড়ি সংসার গড়ি আমরা
বানভাসী আবার পাই সুখ-
আউলা ঝাউলা বালুচরে রাখে মুখ-
পলি ভাবিতে ভাবিতে শ্মাশন ঘাট-
দুর্বলা সবুজ ঘাসের মাঠ-
দেখিতে দেখিতে জীবন মুরভূমি
কোন হাটবাজারে ছবির হাটে আমি;
আমার আমিত্বে পাগল সবাই-
আসল পাগল কই পাই-
সবাই হলো জলের পাগল-
আমি হইলাম কোন পাগল কানাই-
কানাই ধানাই মিলে হয় জল-
চল এ জলে-চলিতে চলিতে মিছিলের বহরে
দেখা হয় একবারি সারাবছর ঘুমায় মাটির বাড়ি।
১৮ ভাদ্র ১৪২৬, ০২ সেপ্টেম্বর ২০
------------------------------------
০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: একটু চেষ্টা করেছি ফাহিম দা অশেষ ধন্যবাদ জানাই
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৪
শায়মা বলেছেন: জল ছাড়া জীবন অচল!
০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সঠিক বলেছেন অশেষ ধন্যবাদ জানাই
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
মানুষের চোখের পানি আমি সহ্য করতে পারি না।
০২ রা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫
আলমগীর সরকার লিটন বলেছেন: এ কি কন অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫১
নেওয়াজ আলি বলেছেন: খুবই চমৎকার
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১২
তারেক ফাহিম বলেছেন: আমার আমিত্বে পাগল সবাই
আসলেই জগত সংসার আমার থেকে আমিত্ব বাদ দিলে সে সাধু।