নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মরার আগে মরে বসি

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪৬




ইদানিং কেমন আমি হইয়া গেছি 
মরার আগে- মরে বসি-
মরার বেটা আজরাইল সময়ে মতো আসে না
অসময়ে করে শুধু তালবাহানা-
ভয়ের কথা বললেও আজরাইল শুনে না
কেমন করে খাঁচা ছিড়ে মন পাখিটারে
নিয়ে যাবে কোন সে দেশে-
কোন সে দূরে- কেউ ত জানে না।

কেমন করে মরার বেটা আজরাইল
আসবে বল- ভয়ে ভয়ে ভয়ে কাঁপে দেহ বুক-
অসুখে বুঝা যায় কতখানি সুখ
ও দরদিয়ার ঝর ঝর অথৈ নদীতের জল-
দেখিতে পাই না তার মুখ টলমল!
ও মরার বেটা আজরাইল কয়া যাও
কেমন করে দেখবো তার মুখ-
নয়ন আয়নায় আমার ছবি কথা কয় না!
আমি মরার আগে- মরে বসি।

২১ ভাদ্র ১৪২৬, ০৫ সেপ্টেম্বর ২০
------------------------------------

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১০

চাঁদগাজী বলেছেন:




কিসব আবোল তাবোল কথাবার্তা, ইহাও কবিতা?

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২১

আলমগীর সরকার লিটন বলেছেন: মরা ত লাগবি কিন্তু মরণ যে কত কষ্টে অনুভব করেন দাদা

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:২৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " মরা ত লাগবি কিন্তু মরণ যে কত কষ্টে অনুভব করেন দাদা "

-এগুলো ব্লগের কবিতা? সবাই কবি হতে চাইলে এই অবস্হা হয় দেশে।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪১

আলমগীর সরকার লিটন বলেছেন: হ আপনি কি বলছেন সেটা বুঝতে পারছি- অকালে মরতে চাই না, জঙ্গিবাদ হতে চাই না পিচন থেকে চাপাতি মাথায় মারবে
তারপর শেষ এখন সময় ত ভাল না

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৬

আলমগীর সরকার লিটন বলেছেন: দাদা মন্তব্যে ভয় পাইছি-------------------

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩০

নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত হলো ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ নেওয়াজ আলি দা

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯

মরুভূমির জলদস্যু বলেছেন: মনের ভাব প্রকাশ বললে মানাতো ভালো

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: মনের ভাব ত প্রকাশ করেছি দাদা

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৭

জাহিদ হাসান বলেছেন:

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ জানাই

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:০৭

সাগর শরীফ বলেছেন: আপনি তো ভাই মরার জন্য আকুপাকু করতেছেন!

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫২

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই শরীফ দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.