নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
পত্তের ভিয়ত লাল লাল পত্তে ধরছে বারে! কি তার জাল!
মচমচে পত্তে ডলা, ইংলিশে মাস পান্তার সাতে খাতে কি সাদ-
এক বার না খালে বুজবু নে, কামলারা দল বান্ধে খায় বারে।
ঘরের সামান দিয়ে যমুনা নদী গেছে খালি তৌরে দিয়ে
ইচে মাস মারতে, মন যাবার চায় বারে। একদিন হামরা
কয়েকজন মিলে গেছিলাম- কিসের মাস মারা বাড়িতে
আসবের ধরে, মরবের ধরছুনু; কি বড় বড় নদীর ঢেউ
সেদিন আল্লাহ নিজের হাতে হামাগরক বাচাচে বারে।
সবুজ ঘেরা মেলাবড় পাথার, উচু মাটভিটা ছিল
হামরা প্রতেকদিন বলখেলছিলাম, ক্রিকেট খেলছিলাম!
মেলাস্মৃতি মনে পরে বুকটিা ফাটে যায়, কি আর কমু,
মাজে মাজে মনে হয় বাচে তেকেও মরেগেছি,
কেউ কার খবর নেয় না, নিবে বা ক্যাকা করে বাঙ্গালি
নদিত উপর দিয়ে পুল হচে- ছুরুত ছারুত যাওয়া আসা হয় তো
অনেকেই পায়সা ওয়ালা হয়ে সবভুলে গেচে,
দুখের কতা কাক কমু, ভালবাসা এটি থাক বারে।
০২ আশ্বিন ১৪২৬, ১৭ সেপ্টেম্বর ২০
--------------------------------------
বগুড়া আঞ্চলিক ভাষায় লেখা চেস্টা করেছি
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: ভুল বানানগুলো দেখান না অশেষ ধন্যবাদ জানাই
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: জীবনে ভালোবাসাটাই সব। বাকি সব মিথ্যা।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৫
আলমগীর সরকার লিটন বলেছেন: ঠিকই বলেছেন রাজীব দা অশেষ ধন্যবাদ জানাই
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩২
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতা আমার মন ভাল করে দিয়েছে।
শুভ কামনা।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: কি বলছেন দাদা অশেষ ধন্যবাদ জানাই
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬
পাজী-পোলা বলেছেন: আপনার বাড়ি কি বগুড়া? হামার বাড়িও বগুড়া বারে।
আপনের কোবতে খানা ভাল লাগিচে।
শুভকামনা জানবেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দাদা কবিতা পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বানান এত ভুল
এত ভুল হইলে কবি হইবেন ক্যামনে হুহ