নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
বগুড়া আঞ্চলিক ভাষায় লেখার চেষ্টা করেছি
মুগড়ীর ডাক শুনে হামার নিন ভ্যাঙ্গে যেতো
আহা শীতের সকাল উঠানে গাও গরম করা কি ওদ
আর মুজু দাদার দুতলা মুগড়ীর ঘরগুলো কি সুন্দর;
মুজু দাদা নিনদোত থেকে উঠে ফজরের নামাজ পরে,
মুগড়ীগুলোক খাবার দিত, কত ডিম; সালা বুড়ে একশত
পাঁচ বছর বাঁচিচল ,বই পড়া খুব সখছিল- কত স্মৃতি কথা
আছে সারাদিন লেখলও শ্যাষ হবারলয়।
ঢাকা থেকে ইত্তেফাক পত্রিকা, ঢাকা ডাইজেস্ট মাসিক
পত্রিকা নিত, হামাক এনা হাসপাতালে যাতে বলত
ডাক্তার মুখলেছুর সাহেব কাছে ঢাকা ডাইজেস্ট পত্রিকা
দিয়ে আছতে, হামী যাতাম; সালা বুড়ের গারের রক সব
সময় তেরাছিল, ইংলিশে ওনরগল কথা বলতে পারত।
হামাক খালি কত পড়েক পড়েক- একদিন ইংলিশ বই
নিয়ে গেছি, হামী ত ইংলিশ কিছুই পায় না কি কতে কি কইছি আর
এমনি দিল কান ডলা; সালা বুড়ের কপাল ভাল পেছিল একটা বউ
এত আদর করত- উঙ্কে বউ হামরা যদি পাতাম জীবন শাহীন করতে পারতাম;
সালা মুজু দাদার মতো হতে পানু না, উঙ্কে বউ পানু না
ঢাকার বুড়িগঙ্গায় ভাসে গেলো জীবন হামার।
০৫ আশ্বিন ১৪২৬, ২০ সেপ্টেম্বর ২০
--------------------------------------
২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই
২| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৩
আমি সাজিদ বলেছেন: বগুড়ার গ্রাম অঞ্চলের মানুষ অনেক সহজ সরল। সোনার মানুষ মাটির মানুষ।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই সাজিদ দা
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আঞ্চলিক ভাষার সুন্দর কবিতা।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আঞ্চলিক ভাষার কবিতার চর্চা হউক সুন্দর ও গতিময়! ভালো লাগলো পড়ে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রিফাত দা
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
ঢুকিচেপা বলেছেন: সব উচ্চারণ পারি না, তবে কিছু উচ্চারণ দিলাম যেন পরবর্তীতে লিখতে একটু সহজ হয়।
আপনি পড়ার পর ডিলিট করে দিতে পারেন।
মুরগীর= মুগড়ী
ভাঙ্গে=ভ্যাঙ্গা
নিনুত=নিনদোত
বেচেছিল=বাঁচিচলো
শেষ=শ্যাস
বলত=কছলো
বলতে=কোব্যার
পাতাম=পানুহিনি
হতে=হোবার
পারলাম না=পানু না
ভাসে=ভ্যাসা
২১ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই কিছু লেখব
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: বুড়িগঙ্গার বদলে করতোয়া হলে আরও ভালো হত।
২১ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: এখন ত ঢাকায় থাকি সেজন্য বুড়িগঙ্গা দিয়েছি
©somewhere in net ltd.
১| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৬
কবিতা পড়ার প্রহর বলেছেন: মুজু দাদা কে
তবে কবিতায় যেন দৃশ্যগুলি দেখতে পেলাম।
লেখা অসাধারণ হয়েছে।