নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

রোগ সাড়ে কোথায়?

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:১৬







জ্বরের অসুখ জলের ভিতর
নাক সর্দি করোনায়- কি আর
হবে দুঃখের মাসি মন্দনায়;
কি ভুগছে পাড়া পড়শী যন্ত্রনায়-
পেট খারাব মাঝি আনন্দ নায়।

কষ্টের মমতা সুখের সাথে
নিনদোত স্বপ্ন ঘোরে কে বা দেখে
মহামারির ফাল্গুন- জ্বলেছে
পাড়া মৌহল্লাই এ কেমন আগুন
ফু- ফু মেরে নিভানো বড় দায়।

নাপিত মুচির ছেলে রাষ্ট্রনায়ক
হতে পারে- ড্রাইভার কোটিবতি হলে
দোষ কোথায়-যতো দোষ নন্দ
ঘোষ- পাড়ার লোকে বলে-,মাথা ব্যথা
হলে পরে রোগ সারে কোথায়?


০৮ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০
----------------------------------------

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: মাথা ব্যথা হলে নাপা খাবেন। চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। মাথা ব্যথা কমে যাবে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: ঠিক কইছেন রাজীব দা

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৮

শোভন শামস বলেছেন: আরোগ্য অজানা

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৩

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ শোভন দা

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০১

স্প্যানকড বলেছেন: খালি লিখতে থাকেন রোগ শোক কিচ্ছু ই আসবে না কাছে। উড়তে থাকবেন। ভালো থাকবেন

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৭

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি আপনিও ভাল ও সুস্থ থাকবেন অশেষ ধন্যবাদ

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতা সুন্দর। ছবি ভয়ংকর!

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২

নাসরিন ইসলাম বলেছেন: অন্যরকম পটভূমি নিয়ে রচিত কবিতাটি বেশ উপভোগ্য। ভালো থাকবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নাসরিন আপু অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০

ঘনশ্যাম বলেছেন: আপনার বানানের এত করুণ অবস্থা কেন? কবিতা লিখলে বানানটা একটু খেয়াল রাখা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.