নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
জ্বরের অসুখ জলের ভিতর
নাক সর্দি করোনায়- কি আর
হবে দুঃখের মাসি মন্দনায়;
কি ভুগছে পাড়া পড়শী যন্ত্রনায়-
পেট খারাব মাঝি আনন্দ নায়।
কষ্টের মমতা সুখের সাথে
নিনদোত স্বপ্ন ঘোরে কে বা দেখে
মহামারির ফাল্গুন- জ্বলেছে
পাড়া মৌহল্লাই এ কেমন আগুন
ফু- ফু মেরে নিভানো বড় দায়।
নাপিত মুচির ছেলে রাষ্ট্রনায়ক
হতে পারে- ড্রাইভার কোটিবতি হলে
দোষ কোথায়-যতো দোষ নন্দ
ঘোষ- পাড়ার লোকে বলে-,মাথা ব্যথা
হলে পরে রোগ সারে কোথায়?
০৮ আশ্বিন ১৪২৬, ২৩ সেপ্টেম্বর ২০
----------------------------------------
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫১
আলমগীর সরকার লিটন বলেছেন: ঠিক কইছেন রাজীব দা
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৮
শোভন শামস বলেছেন: আরোগ্য অজানা
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ শোভন দা
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০১
স্প্যানকড বলেছেন: খালি লিখতে থাকেন রোগ শোক কিচ্ছু ই আসবে না কাছে। উড়তে থাকবেন। ভালো থাকবেন
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি আপনিও ভাল ও সুস্থ থাকবেন অশেষ ধন্যবাদ
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: কবিতা সুন্দর। ছবি ভয়ংকর!
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩২
নাসরিন ইসলাম বলেছেন: অন্যরকম পটভূমি নিয়ে রচিত কবিতাটি বেশ উপভোগ্য। ভালো থাকবেন।
২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নাসরিন আপু অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪০
ঘনশ্যাম বলেছেন: আপনার বানানের এত করুণ অবস্থা কেন? কবিতা লিখলে বানানটা একটু খেয়াল রাখা উচিত।
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৪৯
রাজীব নুর বলেছেন: মাথা ব্যথা হলে নাপা খাবেন। চোখ বন্ধ করে শুয়ে থাকবেন। মাথা ব্যথা কমে যাবে।