নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
তুমি মৃত্যু দেখো কিন্তু মৃত্যুর যন্ত্রনা
বুঝার চেষ্টা করো না; তাহলে জীবন
তরী ব্যথা যেনো সমুদ্র সৈকত!
কত বার মৃত্যু দেখেছো? যন্ত্রনা এক বারো
দেখনি। অনুভব করো দু’হাতে গলা
চেপে ধর দেখো মৃত্যুর যন্ত্রনা-
অথচ তুমি অন্যায় করো বেখেয়ালীর মতো-
কোন যন্ত্রনা পাও না- আনন্দেই বিভোর সকাল
দেখো কিন্তু সূর্য়মুখি ফুল দেখো না-
তুমি সন্ধ্যার বকুল ফুলের ঘ্রণ লও
অথচ মৃত্যু তোমার নিকটে- তুমি বুঝই না-
এক বার যন্ত্রনা ছোঁয়ে নাও তাহলেই তুমি মৃত্যুঞ্জয়ী।
পারে পার তুমি পর হতে পারো ধৈর্য ধর
অতঃপর হতেও পারো কালজয়ী-
খুঁজে দেখো পেতে পারো মনোমুগ্ধ মৃত্যুঞ্জয়ী।
২৬ আশ্বিন ১৪২৬, ১১ অক্টোবর ২০
-------------------------------------
০২ রা নভেম্বর, ২০২০ সকাল ১১:৫০
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা অশেষ ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।