| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আজ শুধু আকাশ কাঁদছে-
বাতাস মৃদু শীতলতা বয়ছে!
একমুঠো কবির স্বাদ যেনো
সবুজ সমরায় শোকাহত- আর্তনাদ;
তারার পানে খোঁজেও পাব না আর
কবির কিছু কবিতার হাসি;
মনিল করে রাখল সমস্ত কবিতার আত্মা
কবি তুমি কখনো প্রভাতের সূর্য হতে
পার! আমি কিছুটা তাপ নিবো-
আমার কবিতার কিছুটা সুঘ্রাণ বইবে!
কবি! স্মৃতির বাাতায়নগুলো ভীষণ কষ্টদায়ক-
অথচ জানা হলো না অনুরাগীর রাগ-
তবুও কোন একসময় আবার আড্ডা হবে-
সমাচালোনার মুখর বয়ে যাবে-
কিছু কবিতার ফসল হেসে উঠবে-
শেষ অনুরোধ কবি, যেখানে থাক ভাল থাক কবি।
০৮কার্তিক ১৪২৬, ২৪ অক্টোবর ২০
--------------------------------------
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: উনি মারা গেছেন প্রায় আমার লেখায় মন্তব্য করত
২|
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১২
শায়মা বলেছেন: কবি ভালো থাকুক।
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সায়মা আপু আপনিও ভাল থাকবেন-----
৩|
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ উপস্থাপন
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নেওয়াজ আলি দা ধন্যবাদ জানাই
৪|
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
কে এই কবি, উনার নাম?
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: প্রয়াত কবি শহিদ খাঁন গত ১৪ তারিখে মারা গেছেন
জন্মস্থান সাতক্ষীরা- বর্তমান থাকতেন যশোর-----------
৫|
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
করোনায়?
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: তা জানি না দাদা
৬|
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন যে, উনি আপার লেখায় মন্তব্য করতেন; উনি ব্লগার ছিলেন?
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বাংলা কবিতার আসর তে লেখতেন
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: এক কবির প্রতি আরেক কবির ভালোবাসা।