নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আজ শুধু আকাশ কাঁদছে-
বাতাস মৃদু শীতলতা বয়ছে!
একমুঠো কবির স্বাদ যেনো
সবুজ সমরায় শোকাহত- আর্তনাদ;
তারার পানে খোঁজেও পাব না আর
কবির কিছু কবিতার হাসি;
মনিল করে রাখল সমস্ত কবিতার আত্মা
কবি তুমি কখনো প্রভাতের সূর্য হতে
পার! আমি কিছুটা তাপ নিবো-
আমার কবিতার কিছুটা সুঘ্রাণ বইবে!
কবি! স্মৃতির বাাতায়নগুলো ভীষণ কষ্টদায়ক-
অথচ জানা হলো না অনুরাগীর রাগ-
তবুও কোন একসময় আবার আড্ডা হবে-
সমাচালোনার মুখর বয়ে যাবে-
কিছু কবিতার ফসল হেসে উঠবে-
শেষ অনুরোধ কবি, যেখানে থাক ভাল থাক কবি।
০৮কার্তিক ১৪২৬, ২৪ অক্টোবর ২০
--------------------------------------
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: উনি মারা গেছেন প্রায় আমার লেখায় মন্তব্য করত
২| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১২
শায়মা বলেছেন: কবি ভালো থাকুক।
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সায়মা আপু আপনিও ভাল থাকবেন-----
৩| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:২৮
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ উপস্থাপন
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি নেওয়াজ আলি দা ধন্যবাদ জানাই
৪| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৭
চাঁদগাজী বলেছেন:
কে এই কবি, উনার নাম?
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৪১
আলমগীর সরকার লিটন বলেছেন: প্রয়াত কবি শহিদ খাঁন গত ১৪ তারিখে মারা গেছেন
জন্মস্থান সাতক্ষীরা- বর্তমান থাকতেন যশোর-----------
৫| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৬
চাঁদগাজী বলেছেন:
করোনায়?
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: তা জানি না দাদা
৬| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন যে, উনি আপার লেখায় মন্তব্য করতেন; উনি ব্লগার ছিলেন?
২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বাংলা কবিতার আসর তে লেখতেন
©somewhere in net ltd.
১| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: এক কবির প্রতি আরেক কবির ভালোবাসা।