নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

উড়ন্ত মিছিল

১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:০৬






শরীর দেখি আর চাঁদ কে ভাবি
রাতের শিউলি ঘ্রাণের স্পর্শ যেনো
ধোঁয়া জরানো রাস্তার মোড়;

অথচ হাতের ছুঁয়া বকুলের
মালা নেই, ছিন্ন ঘামের ঝর্ণা
তাও বালুচর জেগে থাকা বন্যা!

মুছে যায় না সূর্যের উত্তাপ রশ্মি
পুড়ে আঙ্গার ফেটে চৌচির অতঃপর
শরীর পঁচে মাটির লাবণ্য সাজ;

শিশির ভিজার দিগন্ত জুড়া মাঠ
এ পাশ ও পাশ যেনো দুর্বলা ঘাসে
ঘাসফড়িং দল বাজির উড়ন্ত মিছিল।

২৬ কার্তিক ১৪২৬, ১১ নভেম্বর ২০
--------------------------------------

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:২৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সুন্দর।

আপনি কি গদ্য লিখেন না?

১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১২:৩০

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি সাজ্জাদ দা গদ্য লেখার চেস্টা করি

২| ১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন। ভাষা সুন্দর।

আজ আমিও একটা কবিতা লিখেছি। ঠিক কবিতা না। তবে কবিতার মতোন কিছু একটা হবে আর কি!

১১ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১১

আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি রাজীব দা দেখলাম পড়েনি পড়ব

৩| ১১ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাহ শরীরের সঙ্গে চাঁদ দেখা। বেশ তো।

১১ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১০

আলমগীর সরকার লিটন বলেছেন: একটু ভেবে নিতে হবে কবি দা

৪| ১১ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫৪

নেওয়াজ আলি বলেছেন: অনন্য কাব্য I অনাবিল শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.