নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এখনকার দিনগুলো বড় অসহায়
কোন চঞ্চলতা নেই- নেই কোন দুরন্তপনার
একজেদি বিকালের খেলাধুলার মাঠ!
সবই জানি বয়সের কাছে হারমানো দিন;
শ্যাওলাতে পরে নয় উঠানে দ্বার কিংবা রাস্তা
তবুও রঙিন চশমা জেনো জল জল করে।
অনুভবের দিনগুলোর ইচ্ছাডানার উড়েযেতে চায়
নীলাকাশে কিংবা সবুজ চিনাজানা গাঁয়ের
মেঠোপথ কিন্তু কথায় জানি অবরুদ্ধ করা দিন
খুলা জানালা দক্ষিণা দ্বারে ফিরে যেতে চাই
অথচ সময়ের তানবাহানা বড় দুষ্টুমির খেলা করে
অতঃপর একলা হয়ে যাচ্ছে কিছু দিনগুলো।
১৩ অগ্রহায়ণ ১৪২৬, ২৮ নভেম্বর ২০
----------------------------------------
২৯ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:১৭
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ রাজীব দা
©somewhere in net ltd.
১| ২৮ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।