নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
দেহ থাকে ঘুমিয়ে- স্বপ্ন দেখে চোখ
অনুভবে কান্নার জোয়ার উঠে নদ!
গোলাপের গায়ে আফসোস ফোটা-
আর কত কৃষ্ণচূড়া যায় রাঙিয়ে
সরিষা ফুলে ধানশালিকের বাসর
ফেসকুল্লে প্রতিবাদি ঠোঁটের দেয় কামর;
ভোর সকালে কাক ডাকে ক- কা
এই হলো প্রেমের রীতি-পূর্ণিমাতে কথা;
ফাল্গুনে জলপাই ডালে গান গায় কোকিল-
ইটভাটা মাটির বুকে জ্বলে আগুন- তবুও
শোবে সাতেক বয়ে যায়-চো জোড়া স্বপ্ন
বাতাসে প্রতিধ্বনি ভাসে না ঘুমপারানি খবর।
১৫ অগ্রহায়ণ ১৪২৬, ৩০ নভেম্বর ২০
----------------------------------------
৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩১
আলমগীর সরকার লিটন বলেছেন: জ্বি প্রিয় কবি বরক দা অনেক প্রেরণা পেলাম ভাল থাকবেন
২| ৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: দারুন লিখেছেন।
৩০ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৬
আলমগীর সরকার লিটন বলেছেন: ধন্যবাদ রাজীব দা
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: পড়লাম। বেশ। তবে আপনি বেশি বেশি করে ভাল ভাল কবিতা পড়ুন। আরো সমৃদ্ধ হবে আপনার লেখা।
শুভ কামনা।