| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
আলমগীর সরকার লিটন
	সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

মুক্ত নিঃশ্বাস নেওয়াটাই এক বিস্ময়কর-
ভোরের উষ্ণতাই এনে দেয় এক চঞ্চলকর!
দুপুরে ক্লান্তি ঘাম জানি এক পরশ আকর্ষণ 
টেনে আনে এক ঝংকার প্রণয় নিশান;
 
উড়াই শুধু বৈকাল ক্ষণ- স্নিগ্ধময় মৃদু বাতাস 
যেনো সমস্ত সৌরভীর নতুনত্ব শীতল করে গন্ধ;
তারপর ঝাঁঝাল পূর্ণিমা রাত করে থাক ঝলমল!
এভাবেই নতুন বর্ষপঞ্জি আসুক স্বচ্ছ শ্বাস-
আকাশ দেখো, সবুজ দেখো- আরও দেখো 
এক পৃথিবীর চোখে ভাল অতঃপর জন্মদাত্রীরা 
আরও সুখে থাক, ভাল থাক-এক পৃথিবীর আলো।
১৮ পৌষ ১৪২৬, ০১ জানুয়ারি ২১
-------------------------------------
 
০২ রা জানুয়ারি, ২০২১  দুপুর ১২:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই কবি মুসা দা
২| 
০২ রা জানুয়ারি, ২০২১  দুপুর ১:২৩
তারেক ফাহিম বলেছেন: সুখে থাকুক, ভালো থাকুক পৃথিবীর আলো।
চমৎকার লিখছেন।
 
০২ রা জানুয়ারি, ২০২১  দুপুর ২:১৯
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই কবি ফাহিম দা
৩| 
০২ রা জানুয়ারি, ২০২১  দুপুর ২:০৪
নেওয়াজ আলি বলেছেন: অনন্য প্রকাশ
 
০২ রা জানুয়ারি, ২০২১  দুপুর ২:২০
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই কবি নেওয়াজ আলি দা
৪| 
০২ রা জানুয়ারি, ২০২১  সন্ধ্যা  ৬:০৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
 
০৩ রা জানুয়ারি, ২০২১  সকাল ৯:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই কবি রাজীব দা
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০২১  সকাল ১১:৪৫
এম ডি মুসা বলেছেন: সুন্দর কবিতা।