নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
ভাবনার চড়াইভাতিতে
মুরগপোলা- মুরগপোলার গন্ধ নাই-
মাছ ভাজিগুলো লঙ্কার রঙে
বলে উঠে ঝাল- ঝাল- তাও বুঝি
বৈকালের সোনামুখি আড্ডাটা নাই;
নাই- নাই- সোনামুখি আড্ডাটা নাই।
মরিচিকায় ধরেছে মনোবাসনা
তবুও আকাশ পানে চেয়ে দেখি রঙের
ফানুষ উড়ায় শুধু মনের পাখি নাই।
পাখির খোঁজে গ্রাম গঞ্জে- শহর তল্লাটে
কত না হাটবাজারে গেলাম
তবুও সোনার পাখির মিলো না কপালে;
দেহখাঁচা শূণ্যই রইল- মাটিই খাইল ধন
অথচ ঘাসফঙিংর আড্ডা দেখে খুশি
হয় না মন- পিরিতি মালা বকুলতলায়
গন্ধ নেয় না কেউ- নতুনত্বের ভিরে
ভেস্তে যাচ্ছে মনোবাসনার ঢেউ।
২১ পৌষ ১৪২৬, ০৫ জানুয়ারি ২১
--------------------------------------
০৬ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২২
আলমগীর সরকার লিটন বলেছেন: কে বলেছে আপনি কবিতা লেখতে পারেন না আমার চেয়ে ভাল কবিতা লেখেন রাজীব দা
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৪
রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।
আমি যে কেন কবিতা লিখতে পারি না!