নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কাল অবধি দ্বীপঙ্করের ফাঁকি-
নেই তার জানা সময়ের উষসী;
সত্যই মৃত মানুষের সময় নেই-
নিশ্বাস নেই -নেই কোন রঙিন
তাল কাঁপার গল্প বলার শুভ সময়!
অথচ জীবিত মানুষের সময় আছে-
নিশ্বাস আছে- আছে হাজার রঙতুলি
গল্প বলার বাস্তবতার মুখোমখি শুভ
সময়ের আঙ্কন করা ছবি-অথচ কিছু
বুঝার ভান করছি, অভিনয়ের ছলে-
কাল অবধি সময় যে ভাবে চলছে ঠিক
তেমনী আজও সুতরাং মৃতদের নেই শুধু
শোকবহ- তারপর হিমেল হাওয়াই প্রকৃতির
গন্ধমাখা শব্দের ভেসে বেড়ান এতটুকু আঙ্খাকার
শেষ নেই অতঃপর এই হোক শুভ সময় ।
১৬ মাঘ ১৪২৬, ৩০ জানুয়ারি ২১
-------------------------------
৩১ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৫
আলমগীর সরকার লিটন বলেছেন: আমার লেখা কি কবিতা হয় জানি না তবে চেস্টা করি অশেষ ধন্যবাদ জানাই কবি রাজীব দা
©somewhere in net ltd.
১| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৪১
রাজীব নুর বলেছেন: আপনার মতো সুন্দর করে প্রতিদিন যদি একটি করে কবিতা লিখতে পারতাম!