নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এক করোনা এখন ক্ষমতাধর চোখে
তাসের খেলা টিংকা!
মৃত্যু এখন মশা মাছি পিপড়ার মতো
আতঙ্কের সাথে যুদ্ধ
আর রক্তাক্ত চিন্তার সাথে বসবাস
মহামারী কবিতার চমক
টিকা এখন সোনার হরিণ পুজ খেলার
সেরে সর্বনাশ করোনা;
তুমি কখন এলে কখন যাবে কেউ জানে
না, শুধু ক্ষমতার চক্ষু ধারাল
ক্লান্তিময় ভাবনা ছুঁয়ে যায় নীলনদ কিংবা
চিনা জানা খাল বিল আর-
ক্রিকেট খেলার সোনালি মাঠ মেরে দিব ছক্কা
তুমি বুঝি এখন করোনা।
১৩আষাঢ় ১৪২৮, ২৭ জুন ২১
--------------------------------
২৭ শে জুন, ২০২১ সকাল ১১:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি মহান আল্লাহ্ রক্ষা করুন আমিন
২| ২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ সবাইকে হেফাজত করুন
২৭ শে জুন, ২০২১ বিকাল ৪:৪৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি ছবি আপু মহান আল্লাহ্ রক্ষা করুন আমিন
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২১ সকাল ১১:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: করোনা কখন এসে দরজায় কড়া নাড়ে সেই চিন্তায় অস্থির আছি। এ বিপদ থেকে আল্লাহ ছাড়া রক্ষা করার কেউ নাই।