নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
জীবনের শুরুতে যদি
অবহিলত বাতাস বয় নিত্যক্ষণ-
তাহলে তো শেষটাতেও
অবজ্ঞা থাকবেই ! তাই নয় কি?
হয় তো প্রশ্ন করার সময়
থাকবে না- তার আগেই
মাটির ঘাসে ঘুমিয়ে পরবে;
উত্তর শুধু তারার মেঘ
জলজল করবে পূর্ণিমা রাত
কিংবা অনুশোচনা! তাই নয় কি?
প্রণয়ের অরণ্যভূমি বেদনাময়
বাতাসের সু-ঘ্রাণ নেই, প্রাণচঞ্চলতা
নেই- পাখিদের গান শুনা নেই
এভাবে জীবন চলে-এভাবে সংসার হয়-
শুধু মৃত্যুর উপত্যকায় অপেক্ষামান
বলো- তাই নয় কি?
০১ ভাদ্র ১৪২৮, ১৬ আগস্ট ২১
©somewhere in net ltd.