নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
কুকুরের ভুক ভুক আওয়াজে
ইতিহাসের চিরসত্য খর্ব হয় না বরং
প্রচার উম্মোচন সুলভ মজবুত হচ্ছে,
প্রজন্মের কাছে আরও অদ্ভুত লাগছে
লজ্জার সীমা অতিক্রম করছে!
কুকুরের জ্ঞান বিবেক বোধ লোভ পাচ্ছে
মরা মাংসের গন্ধে লাফালাফি করে
এটাই তো কুকুরের স্বভাব;
ঘরের মালিকও বুঝি ওরকমী অভাব
সাধু পাখি পক্ষিরা বুঝেছে
মিথ্যা কতপ্রকাশ কি কি
ঠোটে ক্ষমতা থাকেলই বুঝি
হিংসা বিদ্বেষ কালমেঘের মত উড়ন্ত
কেমন করে করতে হয়
সাধু পাখি পক্ষিরা বুঝেছে এরকমী।
১৪ ভাদ্র ১৪২৮, ২৯ আগস্ট ২১
২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ২:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা অশেষ ধন্যবাদ জানাই
২| ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১২
হাবিব বলেছেন: কবিতা পাঠ করতে একদমই ইচ্ছে করছে না।
২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: মাঝে মাঝে এরকম হয় ধন্যবাদ হাবিব দা
৩| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ৯:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: সাধু পাখি পক্ষিরা চিনতে পারলাম না।
৩১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:৩২
আলমগীর সরকার লিটন বলেছেন: জি দাদা সাধু পাখি পক্ষিরা হলো যারা রাজনৈতিক করে না বা কোন রাজনৈতিক দল কে সমর্থক করে না বুঝায়ছি
কাব্য পাঠ করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
©somewhere in net ltd.
১| ২৯ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:৫৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: ভাল