নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
আজ কার্তিকের মন বড় আহত!
ষড়যন্ত্রকারীর হাতে ধর্ষণ কিংবা খুন
আর উসকানির মুখে ফুলোচন্দন সুবাস ছড়া আনন্দ-
ভেবো না কার্তিক তুমিও একদিন আবার আগের মতো
বনোহাঁস সাঁতার কেঁটে বেড়াবে;
আজ যতোই বৃষ্টি ঝরুক- রক্তাত্ত করুক
তোমার হাসির জয় চির অটুট!
কার্তিক তুমি আমার গায়ে এসো-
যদিও নিরাপদ নেই- তবুও একমুঠো
শান্তি পাবে, মনের ইচ্ছায় ছুটে বেড়াবে-
এগাঁও ওগাঁও এমন কি সারা আকাশ জুড়ে!
মেঘের ভেলায় শুধু চাঁদনি রাতে কার্তিক।
০৭ কার্তিক ১৪২৮, ২৩অক্টোবর ২১
২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৮
আলমগীর সরকার লিটন বলেছেন: জি শায়মা আপু
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
২| ২৩ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:৩৭
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা (!)
কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাই।
২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
৩| ২৪ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: কবিতা খুবই সুন্দর হয়েছে।
২৪ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:০৬
আলমগীর সরকার লিটন বলেছেন: জি রাজীব দা
সুন্দর কমেন্ট করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন---------
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৭
শায়মা বলেছেন: কার্তিকের চাঁদ। জীবানন্দ দাসকে মনে পড়ে।
আর এই কবিতায়ও প্লাস।