নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

যুগল বন্দি

২৫ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:২৯



প্রেমের ঘোলা জলে ক্ষমতার
একটা স্পর্শ ছোঁয়া সংসার-
যেটা নাকি অতি মাত্রায় সঙ্গোপন;
দৃশ্য বিরল চোখ, মন এমনকি মরণ
দেহের ভাজে অন্ধকার তীব্র আলোর সংকট
কিন্তু কবর তা বুঝে না- জানে ও না
পাখি উড়ে যাওয়া মানে শূন্য মেঘ অথচ
প্রেম বড় মায়াময়, বুঝেই না অন্ধ-
অতঃপর গোপন ছবি আকাশেই যুগলবন্দি।

০৯কার্তিক ১৪২৮, ২৫অক্টোবর ২১

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: কবি আপনি সামুতে একটা রেকর্ড করেন-৩০ দিনে ৩০টি কবিতা পোস্ট দিন।(যেহেতু আপনি প্রায় প্রতিদিন কবিতা পোস্ট দেন) তাই এই রেকর্ডটা আপনি করতেই পারেন। ভেবে দেখবেন।


২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: জি মাইদুল দা আমি ও রোজ কবিতা পোস্টা করি কিন্তু শুক্র বার অফিস বন্ধ থাকে তাই শুক্রবার পোস্ট হয় তাহলে ৩০টি কবিতা পোস্ট করব কি ভাবে?

২| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শুক্রবারের জন্য কম্পিউটার বা লেপটপ থেকে আগেই কবিতা মোবাইলে নিয়ে রাখবেন তারপর মোবাইল থেকে পোস্ট করবেন। যদি না পারেন তবে সাইবার ক্যাফে ভরশা। ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৩

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে হয় না দাদা তারপরও চেষ্টা করব

৩| ২৫ শে অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৩

ইসিয়াক বলেছেন:


প্রিয় লিটন ভাই,

কবিতা লিখে কবিতাটি আপনার ফেসবুকে পোস্ট দিয়ে রাখবেন সেখানে থেকে কপি করে শুক্রবার সামুতে পোস্ট দেবেন।সামুতে মোবাইলে ও পোস্ট দেয়া যায়। একটু চেষ্টা করলেই আপনি পারবেন।


# একটা আর্জি ছিল ভাই, কবিতা একটু সহজ করে লিখবেন। অন্তত আমার মত মাথা মোটারা যেন সহজে বুঝতে পারে। আপনার কবিতাগুলো অনেক কঠিন।কবিতা পড়ে ভাবতে ভাবতে কি কমেন্ট করবো বুঝতে পারি না।

শুভকামনা রইল।

২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪২

আলমগীর সরকার লিটন বলেছেন: আসলে ভাব না থাকলে কবিতা সহজ হয় না আমি একটু ভাবগম্ভীর বেশ লিখে যাক সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই কবি দা

৪| ২৬ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৬ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৪

আলমগীর সরকার লিটন বলেছেন: অশেষ ধন্যবাদ জানাই রাজীব দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.